• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন

রায়পুরায় এক টন সরকারি চালসহ দুইজন আটক

নিউজ রুম / ৪৭ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

চ্যানেল কক্স ডেস্ক:

নরসিংদীর রায়পুরায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরের এক টন, অর্থাৎ প্রায় ৩৩ বস্তা চাল আত্মসাতের দায়ে দুইজনকে আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের ওএমএস এর ডিলার সুফিয়া বেগম ও তার স্বামী ইউপি সদস্য মো. বাচ্চু মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, ওই ডিলারের গুদামে মজুদকৃত চালে এক টন চালের ঘাটতি ছিল। ডিলার সুফিয়া বেগম ও তার স্বামী ইউপি সদস্য বাচ্চু মিয়াকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. বুলবুল আহম্মেদ বাদী হয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ