• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

কক্সবাজারে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার চতুর্থ বর্ষপূর্তি উৎসব

নিউজ রুম / ৩৫৭ ভিউ টাইম
আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯

প্রেস বিজ্ঞপ্তি : “সংবাদকর্মীরা অন্যায়ের কাছে মাথানত করলে জাতি অন্ধকারে নিমজ্জিত হবে, চাপা পড়বে সঠিক সংবাদ” কক্সবাজারে পালিত হয়েছে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় পত্রিকা “দৈনিক বাংলাদেশ সমাচার”পত্রিকার বর্ষপূর্তি উৎসব। রবিবার (২৮এপ্রিল) সকালে পত্রিকাটির কক্সবাজার জেলাস্থ বিশেষ প্রতিনিধি ও বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সহ-সভাপতি হাজি মোঃ ইলিয়াছের সভাপতিত্বে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে র‍্যালি শুরু হয়ে প্রেস ক্লাবের হলরুমে পৌঁছে শেষ হয়। বাংলাদেশ সমাচার পত্রিকার বর্ণাঢ্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারস ও কক্সবাজার সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মোহাম্মদ আলী। তিনি বলেন, কক্সবাজারের প্রাচীন হোটেল শৈবাল কুক্ষিগত করতে আবার তদবির শুরু করেছে ওরিয়ন গ্রুপ। তারা কিছুদিন চুপ থাকলেও ক’দিন থেকে দফতরে দফতরে লবিং করছে।  তিনি বলেন, সংবাদকর্মীরা থাকতে কক্সবাজারের সম্পদ কাউকে লুট করতে দেয়া যাবেনা। কক্সবাজার নিয়ে সবাইকে ভাবতে হবে। যেখানে অন্যায়, অনিয়ম, দুর্নীতি, অপরাধ সেখানে কলম সৈনিকদের ছুটে আসতে হবে। অপরাধীদের সাথে কোন অাপোষ করা যাবেনা। মাথানত করলে জাতি অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়বে। সঠিক সংবাদ চাপা পড়ে যাবে। কক্সবাজারের উন্নয়নে সব সাংবাদিককে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলি। আলোচনা সভার প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সেক্রেটারি মোঃ মোরশেদুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারি, সেক্টর কামান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক কমরেড গিয়াস উদ্দিন, কক্সবাজার চেম্বারের নির্বাহী পরিচালক ও আরমান ডু শো রোমের মালিক আরমানুল আজিম, কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর, জাসদ নেতা একে ফরিদ আহমদ, ব্যাংকার হাজি শামশুল আলম, আওয়ামী লীগ নেতা ফোরকান আহমদ।
দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার পরিচালনা সম্পাদক স.ম ইকবাল বাহার চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার চীফ রিপোর্টার আতিকুর রহমান মানিক, দৈনিক হিমছড়ির নিজস্ব প্রতিবেদক তারেকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, ডাক্তার হাফিজুর রহমান, মোহাম্মদ আলম, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, চকরিয়ার সাংবাদিক আব্দুল হামিদ, চ্যানেল কক্স ডট কমের পরিচালক মনছুর আলম, আনসারুল করিম হান্নান, কক্সবাজার বাণীর রিপোর্টার মোঃ ওসমান গনি ইলি, মোঃ জুবাইর ইসলাম জুয়েল, আব্দুল হাকিম, জাহাঙ্গির আলম প্রমুখ। আলোচনা সভা শেষে শেষে অতিথিদের সঙ্গে নিয়ে চতুর্থ বর্ষপূর্তির কেক কাটেন বাংলাদেশ সমাচার পত্রিকার কক্সবাজারস্থ বিশেষ প্রতিনিধি হাজী মোঃ ইলিয়াছ।


আরো বিভন্ন বিভাগের নিউজ