• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন

কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে করোনায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ

নিউজ রুম / ৮৩ ভিউ টাইম
আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

কাইছার সিকদার:

করোনা ভাইরাসের প্রভাবে সৃষ্ট সংকটের কারণে আজ অসহায় দেশের সব শ্রেণীর মানুষ, বিশেষ করে বিভিন্ন কর্মে জড়িত দৈনিক আয়ের যাদের পরিবারে অন্ন জুটে এই লাগাতার লকডাউনে যেন তারাই সব চাইতে বেশী দিশেহারা৷ এক দিকে প্রাণঘাতী ভাইরাসের ছোবল থেকে জীবন বাঁচানোর প্রাণপণ চেষ্টা ঠিক তার উল্টো পিটে ক্ষুধার জ্বালা তাড়া করে বেড়াচ্ছে প্রতিনিয়ত৷

করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই গৃহ বন্দি কর্মহীন মানুষের দুর্দশার কথা চিন্তা করে বাংলাদেশ সরকার সারা দেশ জুড়ে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন, পাশাপাশি আর্ত মানবতার সেবায় এগিয়ে এসেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ও ব্যাক্তিগত সংগঠন৷

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ও কোন অংশে পিছিয়ে নেই অসহায় অতি দরিদ্র মানুষের সাহায্যে৷ তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কুতুবদিয়া উপজেলা শাখার উদ্যোগে গত ১৪ই এপ্রিল ২০২০ইং মঙ্গলবার কুতুবদিয়ার প্রত্যন্ত অঞ্চল মিয়ার কাটা নামক স্থানে কম পক্ষে ৭০ পরিবার অতি দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেণ৷

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আওয়ামী মৎস্যজীবী লীগ কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি জনাব- এম কফিল উদ্দিন চৌধুরী, জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি জনাব- এইচ এম শাহরিয়ার আইয়ুব সিকদার, উত্তর ধুরুং ইউনিয়ন মৎস্যজীবী লীগ সভাপতি ছরওয়ার আলম সহ মৎস্যজীবী লীগের অন্যান্য নেতৃবৃন্ধ৷

কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি এম কফিল উদ্দিন তাঁর বক্তব্যে জানান, শুধু করোনা ভাইরাস সংকটেই নয় মূলত মিয়ার কাটা, ফুড়ার পাড়া এবং সংশ্লিষ্ট আরো কয়েক টি বেরিবাঁধ সংলগ্ন গ্রামের মানুষ সাগরের জোয়ারে পানিতে প্লাবিত হয়ে সারা বছর ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাই আমার আশেপাশের গ্রাম হিসেবে ঐ এলাকার মানুষের প্রতি আমার আলাদা একটা সহানুভূতি কাজ করে, এবং যখনি সুযোগ পাই আমি সাধ্যানুযায়ী তাদের কে সাহায্য করার চেষ্টা করি৷ আজকে করোনায় সৃষ্ট দুর্যোগে তাই ছুটে এসেছি আমার সংগঠনের (মৎস্যজীবী লীগ) নেতা কর্মী দের সাথে নিয়ে তাদের পাশে দাঁড়াতে, এটা শুধু সহানুভূতি নয় বরং আমার দায়িত্ব বলে মনে করি৷

অপর এক বিবৃতিতে জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি শাহরিয়ার আইয়ুব সিকদার বলেন- দুর্যোগে আসহায় জনগনের পাশে দাঁড়াতে পেরে আমি আমি সত্যিই আনন্দিত, আমার রাজনৈতিক লক্ষ্য, উদ্দেশ্য হচ্ছে জনগনের সেবা করা, আমি আমার লক্ষ্য বাস্তবায়নের পথ ধরেই হাটছি এবং ভবিষ্যতে ও এই মনোভাব নিয়েই চলতে চাই৷ এই মহতী উদ্যোগ গ্রহণের জন্য কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী লীগের নেতৃবৃন্ধের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি৷ এবং ওনার পক্ষ থেকে সবসময় সব ব্যাপারে সহযোগিতা পাবে বলে তিনি উপজেলা নেতৃবৃন্ধের আশ্বস্ত করেন৷

ইউনিয়ন সভাপতি ছরওয়ার আলম বলেন আমি আমার সাধ্যানুযায়ী সম্মানিত নেতৃবৃন্ধের সাথে সহযোগিতায় এগিয়ে এসেছি এবং প্রয়োজন অনুযায়ী এই সহযোগিতা অব্যাহত থাকবে৷

উপকার ভোগী একজন অনুভূতি জানতে গিয়ে বলেন-বেশ কয়েক দিন ধরে পরিবারের সদস্যদের নিয়ে আধ পেটা খেয়েই জীবন চালাচ্ছি, এই অভাবের সময়ে এই ত্রাণ আমাদের নতুন করে প্রাণের সঞ্চার ঘটিয়েছে৷

এলাকার সকল মানুষ প্রশাসনের পাশাপাশি মৎসজীবী লীগের ত্রাণ সাহায্যের এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন৷


আরো বিভন্ন বিভাগের নিউজ