• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ার নমুনার ফলাফল নেগেটিভ

নিউজ রুম / ৭৩ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

ভাঙ্গুড়া(পাবনা)থেকে রাজিবুল রোমিও:

পাবনার ভাঙ্গুড়ায় করোনাভাইরাস সন্দেহে পাঠানো নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হালিমা খানম।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেন তিনি।

তিনি জানান উপজেলার পৌর সদরের দক্ষিণ মেন্দা কালিবাড়ি এলাকায় বসবাসরত আল- আমিন নামের একটি ঔষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি কয়েকদিন ধরে সর্দি জ্বরে ভুগছিলেন।

স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে কোনো উন্নতি হচ্ছিল না। সেই সাথে কাশি ও গলা ব্যাথ্যা দেখা দিলে গত শনিবার (১১ এপ্রিল) তিনি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে গেলে তার নমুনা সংগ্রহ করে পাবনা পিআইইতে পাঠানো হয়।

এর পর ওই ব্যক্তির পাঠানো নমুনা পরীক্ষার ফলাফল বুধবার দুপুরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার হাতে এসে পৌঁছালে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ভাঙ্গুড়ায় করোনাভাইরাস সন্দেহে এটাই ছিলো প্রথম পাঠানো নমুনা। এ রিপোর্ট পাঠানোর পর ভাঙ্গুড়াবাসীদের মধ্যে ছিল উৎকণ্ঠা । কিন্তু পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসাতে সেই উৎকণ্ঠা অনেকটাই কেটে গেল।


আরো বিভন্ন বিভাগের নিউজ