• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:১১ পূর্বাহ্ন

হ্নীলায় ইয়াবা ব্যবসায়ী কর্তৃক শিক্ষক পরিবারের জমি দখল: আহত ২

নিউজ রুম / ৬৬ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

ওমর ফারুক টেকনাফ:

হ্নীলা মৌলভীবাজারে চিহ্নিত ইয়াবা চোরাকারকারী কর্তৃক নিরীহ এক শিক্ষক পরিবারেরর মালিকানাধীন জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এসময় জবর দখলকারীদের হামলায় ২জন আহত হয়।

অভিযোগে জানাযায়, ১৭এপ্রিল জুমাবার বিকেল ৩টার দিকে মৌলভীবাজার দক্ষিণ পাড়া এলাকার মৃত নূরুল ইসলাম হাশেমীর মালিকানাধীন জমি একই এলাকার মৃত সিকান্দর ওরফে কালা মিয়ার পুত্র দক্ষিণ পাড়ার হাজী সিকান্দরের ভাগিনা ইয়াবা চোরাকারবারী ও ভূমিদস্যু হেলাল উদ্দিনের নেতৃত্বে ৭/৮ জনের একটি গ্রুপ জোরপূর্বক জমি দখলে নেয়। এই সময় ভূমিদস্যু হেলাল গংয়ের হামলায় নূরুল হাশেমীর পুত্র হাবিবছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, একই এলাকার হাকিম আলীর পুত্র নূরুল আলম আহত হয়। এদিকে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে দিন দুপুরে শিক্ষক পরিবারের মালিকানাধীন জমি দখলে নেওয়ায় জনমনে আতংক বিরাজ করছে। বিষয়টি নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানায়, হেলাল চিহ্নিত ইয়াবা চোরাকারবারী। এক সময় সে টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পরবর্তীতে সে তূলা ব্যবসার আড়ালে ইয়াবা পাচার করে অল্প সময়ে টাকার পাহাড় গড়ে। এই অবৈধ টাকার বদৌলতে কারবারী হেলাল, শিক্ষক পরিবারের জমি দখলে নিয়েছে। এলাকাবাসী ভূমিদস্যু ও ইয়াবা চোরাকারবারী হেলালের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন।

আহত স্কুল শিক্ষক আমিনুল ইসলাম জানান, ইয়াবা চোরাকারবারী হেলাল লোকজন নিয়ে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে আমাদের জমি দখল করেছেন। এসময় দখলকারীরা আমিসহ আমাদের লোকজনকে পিটিয়ে আহত করেন।

স্থানীয় মেম্বার ফরিদুল আলম বলেন, হেলাল গং জোরপূর্বক নূরুল ইসলাম হাশেমী পরিবারের জমি দখলে নিয়ে ঘর তৈরী করেছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ