• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন

সব জেলায় ত্রান ও করোনা কার্যক্রম সমন্বয় করবেন সচিবরা

নিউজ রুম / ৪৮ ভিউ টাইম
আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২০

দেশের সব জেলায় ত্রান ও করোনা প্রতিরোধের কার্যক্রম সমন্বয় করবেন সচিবরা।

চ্যানেল কক্স ডেস্ক:

করোনা, ত্রান এবং আইনশৃঙ্খলা এই তিনটি বিষয় নিয়ে ডিসিদের সাথে সমন্বয় করে তারা কাজ করবেন। প্রতিনিয়ত এসব বিষয়ে প্রধানমন্ত্রীকে জানাবেন দায়িত্বপ্রাপ্তরা।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের আদেশে জানানো হয়, দায়িত্বপ্রাপ্তরা তাদের কাজের জন্য নিজ মন্ত্রণালয়/ বিভাগ/ দপ্তর/ সংস্থার উপযুক্ত সংখ্যক কর্মকর্তাকে সম্পৃক্ত করতে পারবেন।

আদেশে জানানো হয়, নিয়োগকৃতরা জেলার সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, জননেতাসহ সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে করোনা সংক্রান্ত স্বাস্থ্য ব্যস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন। 

সেখানে আরো বলা হয়, দায়িত্বপ্রাপ্তরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনীয় সমন্বয় করবেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ