• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন

মোল্লা সল্টের পক্ষ থেকে ২০০ লবণ চাষিকে ত্রাণ বিতরণ

নিউজ রুম / ৭৪ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

নিজস্ব নিউজ,

মোল্লা সল্ট কোং এর পক্ষ থেকে ২০০ দরিদ্র লবণচাষীর  ত্রাণ বিতরণ করেন, বৃহস্পতিবার ২৩ এপ্রিল কক্সবাজার সদর ইসলামপুর মহুরিঘোনাতে বিকাল ৪টার সরাসরি লবণ মাঠে এই ত্রাণ বিতরণ করেন।

দেশে বর্তমান করোনা পরিস্থিতিতে সবদিকে লকডাউন হওয়াতে লবণ চাষিরা হতাশ হয়ে পড়েছে, পাচ্ছে না লবণের ন্যায্যমূল্য, তাদের খাদ্য যোগার করতে সমস্যা হয়ে পড়ে, এই করোনা আসাতে আরো পারিবারিক ভাবে অভাব হয়ে পড়ে, মোল্লা সল্ট কোম্পানি চাষিদের কথা চিন্তা করে কিছু খাদ্য সামগ্রী বিতরণ সিন্ধান্ত নেন, স্থানীয় মোল্লা সল্ট কোম্পানির ব্যবসায়ী প্রতিনিধি শফিকুর রহমান (দুদু মিয়া) এর মাধ্যমে এই মহৎ কাজটি সম্পন্ন করেন মোল্লা সল্ট। কক্সবাজার সদর ইসলামপুর মহুরিঘোনা নামক জায়গা লবণ মাঠে ২০০ চাষীদের মাঝে ত্রাণ বিতরণ করেন, মোল্লা সল্ট থেকে দেওয়া যেসব খাদ্য সামগ্রী ছিল – চাল ১০ কেজি, ডাল ২ কেজি, পিঁয়াজ ১ কেজি, আলু ৫ কেজি, আইডিন লবণের প্যাকেট ১ কেজি
উক্ত ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন – শফিকুর রহমান দুদুমিয়া, আরিফুর রহমান লুতু, সাদেকুর রহমান ছাদেক, মোহাম্মদ হামিদ।

শফিকুর রহমান দুদু মিয়া বলেন করোনা পরিস্তিতিতে দেশে ভয়াবহ অবস্থায় মোল্লা সল্টকে আমি লবণ চাষিদের জন্য কিছু ত্রাণের জন্য আবেদন করি, আমার আবেদন রেখে ছিল, যার কারণে পবিত্র রমজান মাসে গরিব লবণ চাষিদের মাঝে ত্রাণ বিতরণ করে চাষিদের মূখে হাসি দেখছি, আমি চেষ্টা করব এরকম আরো মানবতার কাজে থাকার জন্য


আরো বিভন্ন বিভাগের নিউজ