• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন

চকরিয়ায় দরিদ্র কৃষকের ধান কেটে দিল কাকারা ইউনিয়ন ছাত্রলীগ

নিউজ রুম / ৪৬ ভিউ টাইম
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

মোঃ নাজমুল সাঈদ সোহেল,চকরিয়া:

শিক্ষা, শান্তি, প্রগতির ধারক বাহক বাংলাদেশ ছাত্রলীগ চকরিয়া উপজেলার আওতাধীন কাকার ইউনিয়ন শাখার উদ্যোগে মহামারী করোনা সংক্রমণে কৃষক শ্রমিক সংকটে থাকায় পাকা ধান কেটে ঘরে তুলে দেন কাকারা ইউনিয়ন ছাত্রলীগ। “কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে মহামারী করোনা ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাবের প্রভাবে পড়ে দরিদ্র কৃষক পাঁকা ধান কাটতে না পারার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ ও সাধারণ সম্পাদক আকিত হোসেন সজীব এর নির্দেশক্রমে কাকারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সাহাদত হোসেনের নেতৃত্বে কাকারা ১নম্বর ওয়ার্ডস্থ বার আউলীয়া নগর এলাকায় অসহায় কৃষক ইউনুছের চাষকৃত পাঁকা ধান ইউনিয়ন ছাত্রলীগের ২৫ জন নেতাকর্মী নিয়ে ধান কেটে ঘরে তুলে দেন।

ছাত্রলীগের এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। ধান কাটায় অংশ গ্রহণ করেন কাকারা ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক মিজবাহ উদ্দীন মিরাজ কাকারা ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ ছোটন, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ মিজান, সহ-সভাপতি জয়নাল, কাকারা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ বাবুল, রিদুয়ান, মিজান, আবু সুফিয়ান, আলমগীর, হারুন, মুবিন, মীরাজসহ অসংখ্য ছাত্রলীগ নেতাকর্মী।

এ প্রসঙ্গে চকরিয়া উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মারুফ এ প্রতিবেদককে জানান, স্বাধীন বাংলাদেশ গড়াসহ দেশের যেকোন ক্রান্তিলগ্নে ছাত্রলীগ বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সারা দেশের ন্যায় ইতিপূর্বে চকরিয়া উপজেলা ছাত্রলীগ দরিদ্র কৃষকের ধান কেটে কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখার ছাত্রলীগের নেতা কর্মীরা স্বঃতস্ফুর্তভাবে ধান কাটায় অংশ গ্রহণ করেছেন। তৎমধ্যে হারবাং, কাকারা, ফাঁসিয়াখালী ইউনিয়ন ছাত্রলীগের কার্যক্রম চোখে পড়ার মত।

তাছাড়াও অন্যান্য কোনো কৃষক যদি এমন সমস্যার মুখোমুখি হন তাদেরকেও সহযোগিতা করার জন্য সর্বদাই আমরা প্রস্তুত রয়েছি। এছাড়াও জাতির এ ক্রান্তিলগ্নে মহামারি করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চকরিয়া উপজেলা ছাত্রলীগ পরিবার, দরিদ্র ও দিনমজুরদের মাঝে খাদ্যসামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে বলে জানান।

এ প্রসংঙ্গে কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা ও বর্তমান উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান বলেন, এক সময় আমিও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাঃসম্পাদকের দ্বায়িত্ব পালনকালে দলকে সুসংগঠিতসহ মানুষের দূর্ভোগ ও কষ্টে পাশে দাড়িয়েছিলাম। তাই আমি আমার ইউনিয়নে আজকে যারা ছাত্রলীগের দ্বায়িত্ব পালন করছেন তাদের সদা উদ্ভোদ্ধ করি ছাত্রলীগের সুনাম অক্ষুণ্ণ রেখে সামাজিকভাবে অসহায়দের পাশে দাড়ানোর জন্য। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় চলমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে সাধারণ দরিদ্র কৃষকের পাশে দাড়ানোর জন্য কাকারা ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।


আরো বিভন্ন বিভাগের নিউজ