• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের করোনা শনাক্ত

নিউজ রুম / ১০ ভিউ টাইম
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
নতুন সনাক্ত হওয়া এই ভাইরাসের আগে আরো ছয় ধরণের করোনাভাইরাস সনাক্ত করা হয়েছে যা মানুষকে আক্রান্ত করে

ইমাম খাইর, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মহিলা চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর (পলিমারি চেইন রি-অ্যাকশন) ল্যাবে ৭১ জনের স্যাম্পল টেস্টে ১ জনের করোনা ‘পজেটিভ’ ধরা পড়ে।
এ নিয়ে কক্সবাজারে ১৫ জনের করোনা শনাক্ত হলো।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান।
গত ২৫ দিনে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৮০৪ জনের স্যাম্পল টেস্ট করা হলো। তারমধ্যে ১৫ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়। বাকী ৭৮৯ জন নেগেটিভ।
কক্সবাজার মেডিকেল কলেজে রোববার ২য় শিফট স্যাম্পল টেস্ট হতে পারে বলেও জানান ডাঃ মোহাম্মদ শাহজাহান।
কক্সবাজার জেলায় করোনা শক্ত হওয়া ১৫ জনের মধ্যে মহেশখালী ৮ জন, টেকনাফ ৪ জন, শহরের টেকপাড়া ২ জন।
আরেকজন চকরিয়ার খুটাখালীর। ওমরাহ ফেরত সত্তরোর্ধ এই মহিলাটি ঢাকা কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
তার করোনা পরীক্ষা করা হয়েছিল চট্টগ্রামে। যে কারণে কক্সবাজার মেডিকেল ল্যাবের পরীক্ষার রিপোর্টে তার হিসাব আনা হচ্ছে না।
প্রসঙ্গত, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবটি ঢাকাস্থ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) করোনাভাইরাস পরীক্ষার জন্য নির্ধারণ করেছে।
গত ১ এপ্রিল এই ল্যাবটি চালু করা হয়। যেখানে দৈনিক ৯৬ টি নমুনা টেস্ট করা সম্ভব।
উপজেলা ফ্লু সেন্টার থেকে পাঠানো স্যাম্পেলগুলো পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট প্রকাশ করা হয়।
তবে, এখানে স্বেচ্ছায় করোনা পরীক্ষার সুযোগ নাই।


আরো বিভন্ন বিভাগের নিউজ