• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন

কুতুবদিয়ায় অনুপ্রবেশ কারী ১৭ শ্রমিক কোয়ারেন্টাইনে

নিউজ রুম / ১০ ভিউ টাইম
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

কাইছার সিকদার:

করোনা সংক্রমন প্রতিরোধে সারা দেশের ন্যায় সম্পূর্ণ রুপে লকডাউনে রাখা হয়েছে দ্বীপ উপজেলা কুতুবদিয়া৷ দ্বীপের বাইরে থেকে কোন লোক ভেতরে প্রবেশ কিংবা ভেতর থেকে কোন লোক বাহিরে যাওয়া সম্পূর্ণ ভাবে প্রশাসনের নিয়ন্ত্রনে রাখা হয়েছে৷

তবুও কিছু অসচেতন নাগরিক লকডাউন আদেশ অমান্য করে লুকিয়ে কুতুবদিয়ার বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকে পড়ছে দ্বীপের ভূখণ্ডে, যার ফলে বিভিন্ন আক্রান্ত এলাকা থেকে আসা লোকদের মাধ্যমেই করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কুতুবদিয়ায়৷

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ফেরদৌস এর বরাত দিয়ে জানা যায়, ২৬শে এপ্রিল ২০২০ইং রবিবার ২০/২৫ জনের একদল মানুষ চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে এসে কুতুবদিয়া পার হবার উদ্দেশ্যে চ্যানেলের পূর্ব পাড়ে মগনামা ঘাটে অবস্থান করছে বলে খবর পান, সাথে সাথে কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস তাঁর চৌকশ পুলিশ টিমকে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত করে প্রত্যেক জেটি ঘাট ও সম্ভাব্য গুরুত্বপূর্ণ পয়েন্টে পাঠান নজরদারি জোরদার করতে৷

ঐ রাতেই প্রবল ঝড় বৃষ্টির মাঝেই শ্রমিকের দলটি পিলট কাটা পয়েন্ট দিয়ে আনুমানিক রাত ১০ ঘটিকা নাগাদ কুতুবদিয়ায় ঢুকে পড়ে, তৎক্ষণাত দায়িত্বরত থানা পুলিশ ঝড় বৃষ্টি উপেক্ষা করে ঘটনা স্থলে গিয়ে তাদের মধ্যে ১৭ জনকে আটক করেন। এবং আটক কৃতদের প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে ওসি দিদারুল ফেরদৌস নিশ্চিত করেন৷

কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস আরো বলেন, আটক কৃতদের মধ্যে ১৬ জন কৈয়ার বিলের ও ১জন আলী আকবর ডেইল এলাকার এবং তারা সবাই ইট ভাটার আটকে পড়া শ্রমিক সাতকানিয়া থেকে ফিরছিলেন৷ আজ ২৭শে এপ্রিল সোমবার পালিয়ে যাওয়া অন্যান্য শ্রমিকদের আটক করার লক্ষে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান৷


আরো বিভন্ন বিভাগের নিউজ