• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন

কুতুবদিয়ায় মৎস্যজীবী লীগের সমন্বয়ে ইউএনও ত্রাণ দিলেন দরিদ্রের মাঝে

নিউজ রুম / ২০ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

কাইছার সিকদার:

করোনায় লকডাউনের কারণে রোজগার বিহীন দরিদ্র মানুষের খাদ্য সংকট নিরসনে সরকার শুরু থেকেই ধারাবাহিক ভাবে ত্রাণ বিতরণ করে যাচ্ছে দেশের সব জন গোষ্ঠীর মাঝে৷ রাজ নৈতিক নেতৃবৃন্ধ থেকে শুরু করে, জন প্রতিনিধি, সরকারী কর্মকর্তা সব শ্রেণী পেশার ব্যক্তিগণ মাঠ পর্যায়ে সরকারের এই ত্রাণ সেবা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন ধাপে ধাপে ভিন্ন ভিন্ন আঙ্গিকে৷

সরকারী সহযোগিতার পাশাপাশি লকডাউনের আরম্ভ থেকে ব্যতিক্রমি উদ্যোগ নিয়ে কুতুবদিয়ার বিত্তবান, স্বেচ্ছায় দানকারী ও রাজনৈতিক নেতাদের সমন্বয়ে নিজ হাতে অতি দরিদ্র মানুষের মাঝে অপ্রতুলতার ঘাটতি পুরণে বিকল্প ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জিয়াউল হক মীর৷

এবারের সমন্বয়ে ছিল রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কুতুবদিয়া উপজেলা শাখার নেতৃবৃন্ধ ও সহযোগিতায় ছিল বাংলাদেশ নৌ বাহিনী৷

গতকাল ২৭ এপ্রিল ২০২০ইং সোমবার উত্তর ধুরুং এলাকার উত্তরণ উচ্চ বিদ্যালয় মাঠে করোনায় কর্ম হারা অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করতে দেখা যায় কুতুবদিয়ার ইউএনও জিয়াউল হক মীরকে৷ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল চৌধুরী, বাংলাদেশ নৌ বাহিনী কুতুবদিয়া জোনে দায়িত্বরত ইনচার্জ লেঃ খলিল, কুতুবদিয়া উপজেলা প্রকল্প কর্মকর্তা খোকন কান্তি দাশ, কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি এম কফিল উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কাইছার সিকদার সহ অন্যান্য নেতৃবৃন্ধ ও কুতুবদিয়া উপজেলা প্রশাসনের স্বেচ্ছা সেবক টিমের সদস্যগণ৷

এ ব্যাপারে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর জানান, সরকারী অর্পিত দায়িত্বের বাইরে ও মানবতার খাতিরে যখন যেভাবে পারছি এই দুর্দিনে কুতুবদিয়ার মানুষকে সহযোগিতা করে যাচ্ছি৷ নীতি আদর্শের মধ্যে থেকে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে আমি সবসময় প্রস্তুত ছিলাম, আজ তারই বাস্তবায়ন করে যাচ্ছি৷ কুতুবদিয়া দ্বীপের মানুষকে চলমান করোনা মহামারী থেকে সুরক্ষিত ও নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব চেষ্টাই করে যাচ্ছি৷ সংকট শেষ না হওয়া পর্যন্ত এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন৷

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি এম কফিল উদ্দিন চৌধুরী বলেন, এই দুঃসময়ে আমার এলাকার হতদরিদ্র জনগনকে সহযোগিতা প্রদানে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীরকে আন্তরিক অভিনন্দন ও বাংলাদেশ নৌ বাহিনীর টিমকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি

কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক কাইছার সিকদার বলেন জাতীর ক্রান্তি লগ্নে দুঃসময়কে জয় করার চ্যালেন্জিং যুদ্ধে জিয়াউল হক মীররের মত উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের পাশে পেয়ে আমরা আনন্দিত, এটা কুতুবদিয়া বাসির ভাগ্যের ব্যাপার যে অসময়ে প্রকৃত ব্যক্তিকে পাশে পেয়েছে তারা৷ দ্বীপ বাসির সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা দিতে তিনি ও তাঁর টিমের নিরলস প্রচেষ্টাকে স্বাগত জানাই৷ জনাব মীরের কাছে কুতুবদিয়ার মানুষ আজীবন কৃতজ্ঞ থাকবে৷ সরাসরি সহযোগিতার জন্য বাংলাদেশ নৌ বাহিনীর টিমকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি৷ একই সাথে সহকারী কমিশনার (ভূমি) হেলাল চৌধুরীর অবদান ও অনস্বীকার্য, করোনা যুদ্ধের শুরু থেকে কুতুবদিয়া ইউএনও এর পাশাপাশি থেকে দ্বীপের জনপদকে বাঁচাতে সর্বোচ্চ ত্যাগ ও নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি৷ কুতুবদিয়ার মানুষের উদ্দেশ্যে বলব আপনারা সতর্ক থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন৷

এই নিঃস্বার্থ সহযোগিতা কুতুবদিয়ায় সর্বশ্রেণীর মানুষের কাছে প্রশংসিত হয়েছে, ভবিষ্যতের জন্য দিক নির্দেশনা হয়ে থাকবে বলে সচেতন মহল মনে করেন৷


আরো বিভন্ন বিভাগের নিউজ