• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন

কোয়ারেন্টাইন না মানায় কক্সবাজারে দুই এনজিও কর্মকর্তাকে ১ লক্ষ টাকা জরিমানা

নিউজ রুম / ১২ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

ইমাম খাইর, কক্সবাজার
প্রশাসনের নির্দেশনা মতে কোয়ারেন্টাইন না মানায় এনজিও ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনালের দুই কর্মকর্তার প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
দন্ডপ্রাপ্তদের একজন শহিদুল ইসলাম। অপরজন তার সহকারী বলে জানা গেছে।
অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।
মঙ্গলবার (২৮ এপ্রিল) উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) মোঃ নিকারুজ্জামান চৌধুরী মোবাইল কোর্টের মাধ্যমে এই দণ্ড প্রদান করেছেন।
তিনি বলেন, কক্সবাজার জেলা লকডাউনের মধ্যেও এনজিও ফ্রেন্ডশিপের দুই কর্মকর্তা ঢাকা ও গাইবান্ধা থেকে কর্মস্থল উখিয়ায় চলে আসেন। তাদের কারণে স্থানীয়দের মধ্যে করোনার আতঙ্ক দেখা দেয়।
নিরাপত্তার স্বার্থে ওই দুই কর্মকর্তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। কিন্তু তাঁরা সেই নির্দেশ অমান্য করে ঘুরাঘুরি করতে থাকে।
প্রশাসনের আদেশ অমান্য করায় দুই এনজিওকর্মীকে জরিমানা করা হয়েছে বলে জানান ইউএনও মোঃ নিকারুজ্জামান চৌধুরী।


আরো বিভন্ন বিভাগের নিউজ