• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:২৫ অপরাহ্ন

সরকারি নির্দেশনা অমান্য, কক্সবাজারে ৯ জন দোকানদারকে জরিমানা l সি কক্স নিউজ

নিউজ রুম / ১১ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২০

ইমাম খাইর, কক্সবাজার
সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা এবং মূল্য তালিকা সংরক্ষণ না করার অপরাধে ৯ জন দোকানদারকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) কক্সবাজার শহরের এয়ারপোর্ট রোড, নুনিয়ারছড়া, বড় বাজার এবং বাজারঘাটা এলাকায় অভিযানে এদণ্ড প্রদান করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহরিয়ার মুক্তার।

একই সঙ্গে সতর্ক করা হয়েছে দোকানদারদের।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহরিয়ার মুক্তার বলেন, করোনা ভাইরাসের কারণে জেলা লকডাউন। জনসমাগামে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। সরকারী নির্দেশনা না মেনে অনেকে দোকানপাট খোলেছে। তাই অভিযান চালানো হয়েছে। মানুষের নিরাপত্তার স্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, সরকারি নির্দেশনা মেনে চলুন। করোনা সংক্রমণরোধে সচেতন হোন।


আরো বিভন্ন বিভাগের নিউজ