• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন

ঈদগড়ে রাইসমিল মালিকরা ইউনিয়ন পরিষদের নামে ট্যাক্স আদায়ের অভিযোগ | সি কক্স নিউজ

নিউজ রুম / ১৩ ভিউ টাইম
আপডেট : বুধবার, ৬ মে, ২০২০

ঈদগড় প্রতিনিধি:

কক্সবাজার রামুর ঈদগড়ে সম্প্রতি রাইসমিল মালিকরা কৃষকদের কাছ থেকে ইউপি ট্যাক্সের দোহায় দিয়ে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টোর।

তিনি অভিযোগ করে জানান, সম্প্রতি ঈদগড়ে কিছু ব্যাক্তি কৃষকের দোহায় দিয়ে কার্ভাড ভ্যানে করে ৪/৫শত বস্তা চাল দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করছে। পাশাপাশি তারা পরিষদের কথা উল্লেখ করে কৃষকদের কাছ থেকে বস্তা প্রতি ১৫টাকা করে হাতিয়ে নিচ্ছে, যা সর্ম্পূন্ন অবৈধ।

যার ডকুমেন্ট হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও রয়েছে। তাও আবার তাদের বানানো। এমতাবস্থায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরী হয়ে পড়েছে। কেননা ইজারাদাররা ব্যবসায়ীদের নিকট হতে উক্ত টাকা উক্তোলন করার কথা, কোন কৃষকের কাছ থেকে নয়। অথছ তারা তথা মিল মালিকরা গরীব-অসহায় কৃষকদের নিকট হতে টাকা হাতিয়ে নিচ্ছে, যাহা খুবই দুঃখজনক।


আরো বিভন্ন বিভাগের নিউজ