• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন

কুতুবদিয়ায় ২দিনে ৯৬জন সহ প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইনে গেল মোট ২৬০জন | সি কক্স নিউজ

নিউজ রুম / ১১ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

কাইছার সিকদার:

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশর ন্যায় কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় লকডাউন পালিত হচ্ছে। জনসমাগম এড়ানো ও ব্যাপক সংক্রমণ রোধ করতে লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার। গত ৬ ও ৭ মে ২০২০ইং ২ দিনে কম পক্ষে ৯৬ জন লোক কুতুবদিয়ায় প্রবেশ করেন৷

গতকাল ৬ মে বুধবার সকাল থেকে নৌকা যোগে দরবার ঘাট দিয়ে কুতুবদিয়ায় পা রাখেন ২৭জন লোক আর আজ ৭ মে বৃহস্পতিবার কুতুবদিয়ার বিভিন্ন ঘাট দিয়ে ৬৮ জন লোক কুতুবদিয়ায় প্রবেশ করে৷ মূলত তারা সাতকানিয়া থেকে আসা ইট ভাটা শ্রমিক৷ বেশ কিছুদিন হল ইট ভাটার কাজ বন্ধ হয়ে যাওয়ায় সাথে সাথে তাদের আয় ও বন্ধ হয়ে পড়ে কিন্তু লকডাউনের বিপাকে পড়ে ঘরে ফেরা সম্ভব হয়নি এতদিন৷ কুতুবদিয়া থেকে কাজের সন্ধানে যাওয়া শ্রমিকরা দীর্ঘ সময় ধরে আয় রোজগারহীন অন্য এলাকায় আটকে পড়ায় বর্ণনাতীত সমস্যায় পতিত হন৷ খেয়ে না খেয়ে মানবেতর ভাবে এতদিন ছিলেন কাজের জায়গায়, অধীর অপেক্ষায় ছিলেন লকডাউন ভঙ্গ হলে বাড়ি ফেরার৷

কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় বাড়তে থাকে লকডাউনের সময় সাথে দীর্ঘ হতে থাকে শ্রমিকদের অপেক্ষার পালা৷ এরি মধ্যে তাদের অবস্থা সূচনীয় হয়ে পড়ায় শেষ মেষ নিজ গ্রামে ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে উঠেন তারা, যোগাযোগ করতে থাকেন স্ব স্ব এলাকার রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি সহ বিভিন্ন মাধ্যমে৷ জনপ্রতিনিধিরা প্রশাসনের কর্তা ব্যক্তিদের কাছে তুলে ধরেন তাদের করুণ দশার কথা৷ প্রশাসন খবর নিয়ে জানতে পারেন কম পক্ষে ১৫০ থেকে ২০০ এর কাছাকাছি লোক ভিন্ন ভিন্ন ইট ভাটায় কাজ করতে গিয়ে আটকে আছেন এখনো৷

ইতি মধ্যে সাতকানিয়ায় রেকর্ড পরিমাণ করোনা রোগী সনাক্ত হওয়ায় এত বেশী পরিমাণে লোক এক সাথে ঐ এলাকা থেকে কুতুবদিয়ায় নিয়ে আসাটা কম ঝুঁকিপূর্ণ নয়, সাথে সাথে পরিস্থিতি ও জটিল আকার ধারণ করতে পারে বলে শঙ্কায় পড়েন প্রশাসন৷ সব কল্পনা জল্পনা শেষে ঝুঁকির কথা মাথায় নিয়েই কুতুবদিয়ার বিভিন্ন ঘাট ও পয়েন্ট দিয়ে গত ২ দিনে মোট ৯৬ জন শ্রমিক কুতুবদিয়ায় আসেন, পূর্বে থেকেই অবস্থানরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইনে পাঠান৷

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ফেরদৌসের নির্দেশনায় থানা পুলিশের প্রশিক্ষিত টিম সাতকানিয়া ফেরত শ্রমিকদের গতকাল ৬ই মে দরবার ঘাট দিয়ে কুতুবদিয়া প্রবেশের সাথে সাথে থার্মাল স্কেনার গান ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে নিজেদের হেফাজতে নিয়ে ২৭জনকে সরাসরি পূর্ব নির্ধারিত প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইনে প্রেরণ করেন, ৭ই মে বৃহস্পতিবার ৬৮ জনকে একই প্রকৃয়ায় সর্বমোট ৯৫ জনকে আটক করে প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে৷ এ নিয়ে সর্বমোট ২৬০জন প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইনে যুক্ত হল৷ এরি মধ্যে ৯৬ জনের নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় কোয়ারেন্টাইন ছেড়ে বাড়িতে চলে গেছেন৷ ওসি দিদারুল ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করেন৷


আরো বিভন্ন বিভাগের নিউজ