• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:২৯ অপরাহ্ন

হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তি ও প্রকৃত অসহায়ের খুঁজে কুতুবদিয়া থানার ওসি | সি কক্স নিউজ

নিউজ রুম / ৯ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

কাইছার সিকদার:

কোভিড-১৯ এর সংক্রমণ নিয়ন্ত্রনে রাখতে দেশে লকডাউন ঘোষনা করায় গৃহ বন্দি হয়ে পড়েছে শহর কিংবা গ্রামের সব মানুষ৷ কুতুবদিয়া ও লকডাউনের আওতায় রয়েছে, সম্পূর্ণ রুপে লোকজন সমাগম ও চলাচল নিয়ন্ত্রনে রাখা হয়েছে৷

কুতুবদিয়ার বাইরে থেকে ইতি মধ্যে অনুপ্রবেশ করে বাড়ির সদস্যদের সাথে মেলামেশা করায় পুরু বাড়ি সম্পূর্ণ লকডাউন করা হয়েছে অনেক ক্ষেত্রে৷ আবার প্রকৃত পক্ষে কিছু অসহায় মধ্যবিত্ত শ্রেণীর লোক আছেন যাদের অসহায়ত্বের কথা কারো দৃষ্টিগোচর হয় না ফলে তারা দারুণ অভাবে ও বঞ্চিত থাকেন যে কোন ধরনের সাহায্য থেকে৷

ইতি মধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে সরকারি সহায়তার পাশাপাশি কুতুবদিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা জনাব জিয়াউল হক মীর ও কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব দিদারুল ফেরদৌস উভয়ে নিজস্ব উদ্যোগে ত্রাণ তহবিল গঠন করে কুতুবদিয়া দ্বীপের অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে প্রশংসার দাবিদার হয়েছেন৷

এবার কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ফেরদৌস ত্রাণ নিয়ে খঁজে বেড়াচ্ছেন হোম কোয়ারেন্টাইনে থাকা, লকডাউনে পড়া পরিবার ও প্রকৃত অভাবগ্রস্ত পরিবার৷

গতকাল ৬ই মে ২০২০ইং আলী আকবর ডেইল ইউনিয়নের ফতেহ্ আলী সিকদার পাড়াস্ত লকডাউনে পড়া ২টি পরিবারের মাঝে ওসি দিদারুল ফেরদৌস নিজ হাতে ত্রাণ বিতরণ করতে দেখা যায়৷ এ সময় উপস্থিত ছিলেন আলীআকবর ডেইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-জাহাঙ্গীর আলম সিকদার, কুতুবদিয়া সরকারী কলেজের সহকারী অধ্যাপক শওকতুল ইসলাম সিকদার, কক্সবাজার জেলা ছাত্র লীগের কার্যনির্বাহী সদস্য সুজন সিকদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ৷ একই দিনে তিনি কুতুবদিয়ায় বিভিন্ন শিশু বিদ্যালয়ের রোজগার বিহীন শিক্ষক কর্মচারী দের মাঝে ও ঈদ উপহার সামগ্রী পৌছে দেন৷

এ ব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ফেরদৌস জানান, করোনা লকডাউনের শুরু থেকে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অসহায় দ্বীপবাসীর খাদ্য সংকট নিরসনের লক্ষে সাহায্য নিয়ে তাদের পাশে রয়েছি, শুধু দায়িত্বের খাতিরে নয় মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে পেরে সত্যিই আমি আনন্দিত৷ সাথে সাথে করোনার ছোবল থেকে দ্বীপের জনসাধারণ কে সুরক্ষিত রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সবসময় চেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান৷

জেলা ছাত্র লীগ সদস্য সুজন সিকদার তার মন্তব্যে বলেন – বিশ্ব মহামারী করোনা দুর্যোগের এই সময়ে একজন ওসি আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি যে ত্রাণের ঝুড়ি নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে পৌছে দিচ্ছেন এ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার, ওসি দিদারুল ফেরদৌস দায়িত্বরত অবস্থায় কুতুবদিয়ার আইন শৃঙ্খলা যথেষ্ট উন্নতি হয়েছে সব মিলিয়ে তিনি একজন সফল ভারপ্রাপ্ত কর্মকর্তা৷ কুতুবদিয়া বাসির পক্ষ থেকে ওনার এই ভাল কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি৷

এলাকার সর্বমহলে মানবতাবাদী এই প্রচেষ্টা প্রশংসিত হয়েছে৷


আরো বিভন্ন বিভাগের নিউজ