• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন

কক্সবাজারে ২০ জনের করোনা শনাক্ত l সি কক্স নিউজ

নিউজ রুম / ১৯ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

ইমাম খাইর, কক্সবাজার
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বৃহস্পতিবার (৭মে) ১৫০ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ২০ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। বাকী ১৩০ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।
সেখানে পেকুয়ায় সর্বোচ্চ ৯ জন, কক্সবাজার সদর ৫ জন, চকরিয়া ৩ জন, মহেশখালী ১জন ও রামুতে ১জন। আরেকজন চট্টগ্রামের লোহাগাড়ার।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
পজেটিভ রিপোর্ট পাওয়া ২০ জন করোনা রোগীসহ কক্সবাজার জেলায় বুধবার পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৭১ জন।
গত ২ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুরু হওয়া করোনা টেস্টে রোববার পর্যন্ত ৩৫ দিনে ২২৬৭ জনের স্যাম্পল টেস্ট করা হয়। তারমধ্যে, ৭৭ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। অবশিষ্ট ২১৯০ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। ৭৭ জন ‘পজেটিভ’ পাওয়া রোগীর মধ্যে ৭০ জন কক্সবাজার জেলায় এবং ৫ জন নাইক্ষ্যংছড়ি উপজেলা ও একজন বান্দরবান সদর উপজেলার বাসিন্দা। গত ২৪ মার্চ সনাক্ত হওয়া কক্সবাজার জেলার প্রথম করোনা রোগী চকরিয়ার খুটাখালীর মুসলিমা খাতুনের শরীরের স্যাম্পল টেস্ট করা হয়েছিলো ঢাকার আইইডিসিআর ল্যাবে। তিনি সুস্থ হয়ে গত ৮ এপ্রিল বাড়িতে ফিরেছেন।
রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহ এর স্ত্রী ছেনু আরা বেগম ৩০ এপ্রিল রাতে কক্সবাজার সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই মহিলা হচ্ছে, কক্সবাজারে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণ করা রোগী। ইতিমধ্যে মোট ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ