• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন

কুতুবজোমে চরে জাল দিয়ে মাছ ধরতে যাওয়া এক শিক্ষার্থী নিখোঁজ.. | সি কক্স নিউজ

নিউজ রুম / ১৩ ভিউ টাইম
আপডেট : শনিবার, ৯ মে, ২০২০

ইয়াছিন আরাফাত,মহেশখালী:

সাগরে ছোট চাচা সহপাঠিদের সাথে চরে জালে দিয়ে মাছ ধরতে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে মাশুকা আকতার (১১) নামে এক শিক্ষার্থী। শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। মাশুকা আকতার, কামিতার পাড়া গ্রামের প্রবাসী গিয়াস উদ্দিনের মেয়ে ও কুতুবজোম মেহেরিয়া পাড়া সরকারী প্রাথমিকবিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।

দুপুরের দিকে ছোট চাচা সালাহ উদ্দিন, নুর উদ্দিনসহ ৭/৮জনের একটি দল চরে জালে নিয়ে মাছ ধরতে নামে। তখন ভাটার টান শেষে জোয়ার আসে কিন্তু তারা বার বার অনিরাপদ দূরত্বে চলে আসেনি। সবাই মাছ নিয়ে চলে আসলেও নুর উদ্দিন ও মাশুকা পানিতে ভেসে মজা করেতেছে, হঠাৎ জোয়ারের পানি বেশি হয়ে যায়, একটি ঢেউ নুর উদ্দিনের সাথে থাকা মাশুকাকে ছিটকে আলাদা করে দেয় এবং মুহূর্তে সে সাগরে তলিয়ে যায়। চিৎকার শুনে নুর উদ্দিন উদ্ধার করতে চাইলে সেইও ভেসে যায় কিছুক্ষন পর নুর উদ্দিনকে ঘটিভাঙ্গা একটি ফিশিং বোটে তুলে নিলেও এই পর্যন্ত মাশুকার কোন খোঁজ করেও তার হদিস পায়নি সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং পরিবারের পক্ষে থেকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ