• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন

করোনা আক্রান্ত হলেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান সাঈদী | সি কক্স নিউজ

নিউজ রুম / ১৭ ভিউ টাইম
আপডেট : শনিবার, ৯ মে, ২০২০

ইমাম খাইর, কক্সবাজারঃ

এবার করোনা আক্রান্ত হলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদী।
শনিবার (৯ মে) কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৪৬ নমুনা পরীক্ষায় চেয়ারম্যান সাঈদীসহ ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনা আক্রান্ত সম্পর্কে জানতে ফজলুল করিম সাঈদীর ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করলে পাওয়া যায়নি।
তবে, নিজের ফেসবুকে সবার কাছে দোয়া চেয়েছেন।
উপজেলা প্রশাসন চকরিয়া কক্সবাজার ফেসবুক পেজে লেখা হয়েছে, করোনা সংক্রমণ রোধে জনপ্রতিনিধি হিসেবে মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে আজ আক্রান্ত চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। সবার কাছে তিনি দোয়া চেয়েছেন। তিনি আবার সুস্থ হয়ে ফিরে আসবেন আমাদের মাঝে।’
শনিবার কক্সবাজারে করোনা শনাক্ত হওয়া ৬ জনের মধ্যে উপজেলা চেয়ারম্যন সাঈদীসহ চকরিয়ার ৪ জন, উখিয়া উপজেলা হাসপাতালের একজন কর্মচারী ও টেকনাফের একজন রয়েছেন।
আজ পর্যন্ত কক্সবাজার জেলায় ৮০ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।
এর মধ্যে ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।মারা গেছে এক নারী।


আরো বিভন্ন বিভাগের নিউজ