• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন

ভার্চুয়াল আদালতের কার্যক্রম পরিচালিত হবে কক্সবাজারে | সি কক্সনিউজ

নিউজ রুম / ১৬ ভিউ টাইম
আপডেট : সোমবার, ১১ মে, ২০২০

ইমাম খাইর, কক্সবাজার:

বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার আলোকে কক্সবাজারে ‘বিশেষ প্রেক্টিস নির্দেশনা’ অনুসরণে ভার্চুয়াল আদালতের কার্যক্রম পরিচালিত হবে।

গত ১০ মে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখার বিজ্ঞপ্তি নং ২১১ মূলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জরুরী জামিন সংক্রান্ত বিষয়সমূহ আদালতে নিষ্পত্তি করার লক্ষ্যে জেলা ও দায়রা জজ কার্যালয়ের প্রশাসনিক বিভাগ সোমবার (১১ মে) আদেশ জারি করেন। আদেশ নং-৩৭।

জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, বিচারকার্য সংক্রান্তে Ismail64DU@gmail.com এবং প্রয়োজনীয় তথ্যের জন্য মোবাইল নং –০১৫৫৪-৩৩৪০৯৩ ব্যবহার করা যাবে।

আদেশে আরো বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার আলোকে উক্ত ই-মেইল আইডিতে জরুরী জামিন আবেদন, সংশ্লিষ্ট দালিলিক কাগজাদি এবং ওকালতনামা (বিজ্ঞ আইনজীবীর বারের সদস্য নম্বর, ই-মেইল আইডি এবং মোবাইল নাম্বার সম্বলিত) স্ক্যান করে সফট কপি দাখিল করতে হবে।

এই আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে জেলা জজের ওই বিজ্ঞপ্তিতে।


আরো বিভন্ন বিভাগের নিউজ