অনলাইন ডেস্ক : বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক এবং সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন করায় আবারও উত্তপ্ত হয়ে উঠে সংসদ অধিবেশন। নির্ধারিত দশ মিনিটের বক্তৃতায় তিন দফায় বাঁধার সন্মুখীন হতে হয়ে বিএনপি এই সংসদ সদস্যকে।
রোববার বিকেলে একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০১৮-১৯ অর্থ বৎসরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিএনপি দলীয় এই সদস্য এই বাধার সম্মুখীন হন।
এসময় ডেপুটি স্পীকার এডভোকেট ফজলে রাব্বি মিয়া সভাপতিত্ব করছেলেন। এর আগে বিকেল ৩ টায় দিনের কার্যসূচি শুরু হয়।