• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন

কালারমারছড়া আওয়ামী লীগের হতদরিদ্র তালিকা থেকে আওয়ামীলীগ নেতা সেলিম চৌধুরী নাম প্রত্যাহারের দাবি | সি কক্স নিউজ

নিউজ রুম / ৩৪ ভিউ টাইম
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি:

সারাদেশে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ হতদরিদ্র পরিবারের মাঝে এককালীন আড়াই হাজার টাকা করে সরকারে পক্ষে থেকে বিতরণে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য কালারমারছড়া ৮ নং ওয়ার্ডের নোনাছড়ি গ্রামের বাসিন্দা মরহুম মুক্তিযোদ্ধা খাইরুল্লাহ চৌধুরী সুযোগ্য পুত্র সেলিম চৌধুরীকে ১ নং করে যে তালিকা করা হয়েছে সে তালিকা থেকে তার নাম প্রত্যাহার করে তৃর্ণমূল আওয়ামীলীগের একজন নিবেদিত হতদরিদ্র পরিবারের নাম অন্তভূর্ক্ত করার জন্য গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সেলিম চৌধুরীর ঘনিষ্টজনরা এ তথ্য জানিয়েছেন।

গণমাধ্যমে বরাত দিয়ে আওয়ামী লীগ নেতা সেলিম চৌধুরী বলেন, যে তালিকা করা হয়েছে তাতে অনেকে হতদরিদ্র নয়। মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল যুগে পদার্পণ করতে নিরলসভাবে কাজ করেছেন। যেটি ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। এবং এ ক্লান্তিকালে মানুষের পাশে রয়েছেন। আর বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমার পরিবার মান- সম্মান, ইজ্জ্বত ভালবাসাসহ অনেক কিছু পেয়েছি যা আমৃত্যু মনে থাকবে। আর আমার বাপের সহায় সম্পদ রয়েছে। আমার পরিবার হতদরিদ্র নয়। আমি একজন আওয়ামী লীগের নিবেদিত প্রাণ হয়ে সাধারন মানুষের পাশে থাকি যা এলাকায় প্রচার রয়েছে। তাই প্রকৃত হতদরিদ্র তালিকা করার দাবি জানাচ্ছি।


আরো বিভন্ন বিভাগের নিউজ