• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন

এমপি আশেক উল্লাহ রফিকের হাত ধরে দ্বীপে সরকারী ধান ক্রয় শুরু | সি কক্স নিউজ

নিউজ রুম / ১২ ভিউ টাইম
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২০

কাইছার সিকদার:

কৃষকের কাছ থেকে চলতি মৌসুমের ন্যার্য মুল্যে ধান ক্রয় শুরু করেছে সরকার। গতকাল ১৭ই মে বিকেল ৫.০০ঘটিকায় মহেশখালীতে প্রান্তিক কৃষকের কাছ থেকে ন্যায্য মুল্যে ধান ক্রয় উদ্বোধন করেছেন, প্রধান অতিথি কক্সবাজার-২ আসনের সাংসদ জন নেতা জনাব- আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার খাদ্য শস্য সংগ্রহ কমিটির সভাপতি ও মহেশখালীর সম্মানিত নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ, উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তপন কুমার বড়ুয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ৷

এ ব্যাপারে কক্সবাজার -২ আসনের সাংসদ জনাব-আশেক উল্লাহ রফিক বলেন, কৃষকরা হচ্ছে দেশের চালিকা শক্তি, কৃষক বাঁচলে দেশ বাঁচবে৷ আমার এলাকার কৃষকগণ প্রত্যন্ত দ্বীপাঞ্চলের কৃষক, তাদের উৎপাদন ও শ্রমকে কখনোই অবমূল্যায়ন করার সুযোগ নেই৷ তাই আমার সংসদীয় এলাকার কৃষকগণ তাদের পরিশ্রমে উৎপাদিত ফসলের যাতে সঠিক মূল্য পায় এবং উৎপাদনের ধারাবাহিতা যাতে বজায় থাকে সে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জন নেত্রী শেখ হাসিনার কৃষি বান্ধব অগ্রযাত্রা বাস্তবায়নে করোনা পরিস্থিতির এই জটিল সময়ে মাঠে নেমেছি৷ এই সরকারের আমলে কৃষি এবং উৎপাদনের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বিনিময়ে দেশে খাদ্য স্বনির্ভরতা অর্জন করতে সক্ষম হয়েছে৷ শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে ভবিষ্যতে ও উৎপাদনের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে৷

পর্যায়ক্রমে আসনের অন্য উপজেলা কুতুবদিয়ায় ও একই নিয়মে সরকারী ভাবে ফসল ক্রয় আরম্ভ হবে বলে তিনি আশ্বাস দেন৷

ন্যায্য মুল্যে ধান ক্রয় উদ্বোধন কালে মহেশখালীর প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন। তারা সকলেই এমপি আশেক উল্লাহ রফিক ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ ১৭ই মে বিকেলে উপজেলার খাদ্য গুদামে ধান ক্রয় আনুষ্ঠানটি উদ্বোধন হয়। জানা যায়, ২৬ টাকা প্রতি কেজি ধানের ক্রয় মূল্য নির্ধারণ করে মহেশখালীতে সরকার ধান ক্রয় কার্যক্রম আরম্ভ করেছে৷

এ নিয়ে এলাকার কৃষক, শ্রমিক ও সচেতন মহল সরকারের সময়োপযোগী উদ্যোগের ব্যাপক প্রশংসা করেন৷ তবে অত্র এলাকার আরেক বৃহত্তর উৎপাদন উৎস লবণ শিল্পের ন্যায্য মূল্য নিশ্চিত করনের ও জোর দাবি জানান তাঁরা৷

Channel Cox New.


আরো বিভন্ন বিভাগের নিউজ