• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় ‘আম্ফান’:মহেশখালীতে সাইক্লোন শেল্টার পরির্দশন ইউএনও | সি কক্স নিউজ

নিউজ রুম / ১৫ ভিউ টাইম
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২০

ইয়াছিন আরাফাত,মহেশখালী প্রতিনিধি:

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্ফান’ উত্তর দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
যার কারণে মংলা ও পায়রা বন্দরকে ৭ নং এবং চট্টগ্রাম ও কক্সবাজারকে ৬ নং বিপদ সংকেত জারি করার পর থেকে দ্বীপ উপজেলা মহেশখালীতেও প্রশাসন প্রস্তুতি গ্রহন করেছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলার আজ ১৮ মে সোমবার দুপুরে বড় মহেশখালীর সাইক্লোন শেল্টার পরির্দশন করেন ইউএনও জামিরুল ইসলাম।

এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যানদের কে সব সাইক্লোন সেন্টার দুর্যোগকালীন সময়ে জন্য প্রস্তুত রাখতে স্ব ম্ব ইউনিয়ন পরিষদকে নির্দেশ দেয়া হয়েছে।

মগরিয়া কাটা সাইক্লোন শেল্টার পরির্দশনে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এনায়াতে উল্লাহ বাবুল সহ সংশ্লিস্ট ইউপি মেম্বারগণ। ঘূর্নিঝড়”আম্পান” মোকাবিলায় শুকনো খাবার মজুদ রাখার বিষয়ে গোরকঘাটা বাজার ব্যবসায়ীদের সাথে কথা বলছেন ইউএনও জামিরুল ইসলাম।

Channel Cox New.


আরো বিভন্ন বিভাগের নিউজ