• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন

করোনা: সম্মুখ যোদ্ধাদের ঈদের শুভেচ্ছা সামগ্রী পাঠালেন পুলিশ সুপার এবি.এম মাসুদ হোসাইন l Channel Cox News

নিউজ রুম / ১০ ভিউ টাইম
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২০

এম.এইচ আরমানঃ

সাজানো গোছানো সদৃশ্য ঈদের শুভেচ্ছা উপহার সামগ্রীর সাথে জেলা পুলিশ সুপারের পক্ষে থেকে জুড়ে দেওয়া একটি বিশেষ বার্তায় লেখা রয়েছে, গর্বিত করোনা যোদ্ধাদের পাশে আমরা জেলা পুলিশ কক্সবাজার।

কক্সবাজার জেলা পুলিশের (মুখপাত্র) অতিরিক্ত পুলিশ
সুপার (প্রশাসন)মোঃ ইকবাল হোসাইন জানান, চলমান করোনা যুদ্ধে নিজের জীবন বিপন্ন করে লড়াই করছে বাংলাদেশ পুলিশসহ কক্সবাজার জেলা পুলিশ। এই লড়াইয়ে পুলিশের সাথে করোনার বিরুদ্ধে আরও লড়ে যাচ্ছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকসহ মাঠ প্রশাসনের সাথে যুক্ত সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ। এমন দুর্দিনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাওয়া ভিন্ন পেশার সহকর্মীদের উৎসাহ দিতে এ ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী পাঠিয়েছেন মান্যবর পুলিশ সুপার এবি.এম মাসুদ হোসাইন স্যার।

১৮মে সোমবার রামু ৫০ শয্যা করোনা ডেডিকেটেড হাসপাতালে জেলা পুলিশের পক্ষে রামু থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের পুলিশ সুপারের ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী রামু উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নোবেল কুমার বড়ুয়া’র হাতে তুলে দেন।

ডাঃ নোবেল কুমার বড়ুয়া বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিভাগের পাশাপাশি জেলা পুলিশ অত্যন্ত আন্তরিকতার সাথে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। এই করোনা পরিস্থিতিতে কক্সবাজার জেলা পুলিশ সুপারের প্রেরিত বার্তাসহ উপহার প্রাপ্তিতে সংশ্লিষ্ট সবার ভালো লাগার পাশাপাশি দুর্যোগ কাটিয়ে উঠতে উৎসাহ জোগাবে। এভাবে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে এসে করোনা যোদ্ধাদের উৎসাহ দানের আহবান জানান তিনি।


আরো বিভন্ন বিভাগের নিউজ