• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৮:১১ অপরাহ্ন

মহেশখালীতে প্রশাসনের যৌথ অভিযানে ১ লাখ ৩২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ | সি কক্স নিউজ

নিউজ রুম / ১২ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২০

ইয়াছিন আরাফাত,মহেশখালী:

মহেশখালী উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ১ লাখ ৩২ হাজার ২২২ মিটার কারেন্ট জাল আটক করে মহেশখালী থানা পুলিশ। যার আনুমানিক বাজার মুল্যে ২০ লাখ টাকা হবে।

১৯ মে মঙ্গলবার (বেলা ২টায়) পৌরসভার দক্ষিন ঘোনা পাড়ার একরাম ও ইলিয়াছের বাড়ি থেকে এই নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়, তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি সুইচিং মারমা, মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবদুর রহমান খান সহ পুলিশের একাদিক সদস্য।

সুত্রে জানা যায়, আটক কৃত জালের মালিকদের বাড়ি সমুদ্রতীরে হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে বছরকে বছর ধরে সরাসরি মিয়ানমার থেকে চুরাই পথে এনে তারা অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছিলো বলে এলাকাবাসী সূত্রে জানা যায়৷ এই চক্রটি বহুদিন ধরে মিয়ানমার থেকে সাগর পথে এই সব কারেন্ট জাল ফিশিং ট্রলার যোগে দ্বীপের বিভিন্ন এলাকার বাড়িতে মজুদ করে।

স্থানীয় সুত্রে জানা গেছে কক্সবাজারে আনছার উল্লাহ ও ইকরাম মুলত মহেশখালীর চক্রটিতে এই কারেন্ট জাল মজুদ করে।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ