• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন

মহেশখালীতে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে কাঁচা ঘর প্লাবিত | সি কক্স নিউজ

নিউজ রুম / ১৭ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২০

ইয়াছিন আরাফাত,মহেশখালী:

মহেশখালী উপজেলার ৭০নং পোল্ডারের বিধ্বস্ত বেড়ীঁবাঁধ বর্তমানে মাতারবাড়ির পশ্চিমের সাইট পাড়া দিনে দিনে ক্ষতবিক্ষত হয়ে একেবারে ৩.৫০ কিলোমিটার পর্যন্ত সাগরের সাথে একাকার হয়ে জোয়ার ভাটায় পরিনত হয়েছে।

বুধবার ও গতকাল বৃহস্পতিবার রাতের জোয়ারের পানি অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়ে মাতারবাড়ির বাড়ির সাইট পাড়া সহ বিভিন্ন নিচু এলাকার প্রায় ২০/২৫ টি বাড়ি প্লাবিত হয়েছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ জানিয়েছেন।

সকাল ১১ টার সময় উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাইটপাড়া বিধ্বস্ত ক্ষতিগ্রস্তদের ঘর-বাড়ি দেখতে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবার্হী ম্যাজিস্ট্রেট সুইচিং মং মারমা।

অপরদিকে এখই ভাবে কুতুবজোমের ঘটিভাঙ্গার সোনাদিয়া সংযোগ সড়কের পাশে জোয়ারের পানিতে ৩০ টির মত বাড়ি প্লাবিত হওয়ার খবর জানান স্থানিয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন।

ঘূর্ণিঝড় পরবর্তি একই দিন সকাল ৮ টায় সেই সব ক্ষতিগ্রস্তদের দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলাম।

তিনি জানান, মহেশখালীতে আম্পানের তেমন প্রভাব পড়েনি তবে জোয়ারের পানিতে নিচু এলাকার ২টি ইউনিয়নের প্রায় ৭০ টি বাড়ি প্লাবিত হয়েছে। আমরা তাদের জন্য বরাদ্ধ চেয়ে সংশ্লিষ্ট অফিসে চিটি দিয়েছি। আসা মাত্র তাদের মাঝে বিতরণ করা হবে।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ