• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৫১ পূর্বাহ্ন

চশমা – আনম রফিকুর রশীদ | Channel Cox News

নিউজ রুম / ৩১ ভিউ টাইম
আপডেট : বুধবার, ২৭ মে, ২০২০

আনম রফিকুর রশীদ

এক স্মৃতি ভোলা অব্দে, এক সুন্দরি স্বপ্ন বুনে ছিল ভালোবাসার বীজতলায়; প্রস্তর কী তাম্র যুগ, ছিল না পার্লার ছিল না প্রসাধনী, তার নৈসর্গিক রূপে মুগ্ধ ছিল আমার জ্যোতিময় চোখ।

প্রাকৃতিক বিপর্যয়ে পৃথিবী হারায় ডাইনোসর। খালি মাঠ পেয়ে বেপরোয়া খেলোয়াড় নির্মম তাণ্ডব চালায় গোলপোস্টে। পূর্বপুরুষের সব ঐতিহ্যের শিরোপা হাতছাড়া হয়ে যায় দানবের কাছে। বিরূপ পৃথিবীর বিপর্যস্তরূপ দেখতে দেখতে ছানি পড়ে চোখে। সাদা ছড়ি কালো চশমা আমাকে নিয়ে যায় অন্য এক জগতে। ভালোবাসার সাধ জাগে ভিমরতিহীন যৌবনে। বিউটি পার্লার থেকে সেজে এসে রুপসী গা ঘেঁষে বসে।

আমি কী গল্পের সে-ই হাতি দর্শী অন্ধ! নদীশাসনে ঢেউ হারানো জোয়ারের বুকে স্থবিরতা। কোথায় সে কাশফুল চুলের কোমল ছোঁয়া? পায়ের তলায় ঘাসের স্নিগ্ধতার স্থলে পাকা পথের খরা। নাসিকা রন্ধ্রে হাসনাহেনার তনুভরা গন্ধে উষ্ণ চাদর ব্যাকুলতায় দুলতো। এই রূপসীর খসখসে ত্বকে চাকতাই খালের বিষাক্ততা।

মন বলে সব দোষ চশমার; নাকের ডগায় বসে কান ধরে ঘুরায়। খুঁজছি, তাই, চশমাটা ছুড়ে ফেলার উপায়।


আরো বিভন্ন বিভাগের নিউজ