• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:১১ পূর্বাহ্ন

হ্নীলা কাপড় ব্যবসায়ী করোনা উপসর্গ নিয়ে মৃত্যু | সি কক্স নিউজ

নিউজ রুম / ১০ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২০

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে করোনার উপসর্গ নিয়ে নুরুল আমিন (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মে) দিবাগত ২টার দিকে থাইংখালী এমএসএফ হাসপাতালে মারা যান। তিনি ইউনিয়নের উত্তর কাঞ্জর পাড়ার মৃত আবুল হোসেনের পুত্র। সত্যতা নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

মৃত নূরুল আমিনের প্রতিবেশী সাখাওয়াত হোসেন জানান, নুরুল আমিন এক সপ্তাহ ধরে শ্বাসকষ্ট, জ্বর, গলা ব্যথা ও মাথা ব্যথায় ভুগছিলেন। ফলে পল্লী চিকিৎসকের পরামর্শে বাসায় অবস্থান করে ওষুধ সেবন করে আসছিলেন তিনি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে অবস্থার অবনতি হলে তাকে থাইংখালী এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরো জানান, করোনা সন্দেহ হওয়ায় ২৭ মে করোনা পরীক্ষার জন্য তার নমুনা দেয়া হয়েছে।

চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানান, মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত কিনা তা রিপোর্ট আসার পর জানা যাবে। তারপরও করোনা বিধি মতে জানাযা ও দাফনের ব্যবস্থা নেয়া হচ্ছে।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ