বিশেষ প্রতিবেদক : কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি ঘটনাস্হলে নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো তিন জন। নিহত যুবক অংসাইন (৩২) সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের রাখাইন পাড়ার অং চ চেং এর ছেলে । ২০ জুন (বৃহস্পতিবার) দুপুরে মনখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী দেলোয়ার জানান, টেকনাফ মুখী দ্রুতগামী দুইটি সিএনজি বেবীট্যাক্সির মধ্যে সামনেরটি যাত্রী তোলার জন্য হঠাৎ দাঁড়িয়ে যায়। এসময় পিছনে থাকা গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে সামনের গাড়ীর উপর আছড়ে পড়ে। এতে পিছনের গাড়ীটি ( নং- কক্সবাজার থ ৪৮৫১) ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ দুর্ঘটনায় গাড়িটির যাত্রীদের মধ্যে ১ জন নিহত ও অপর ৩ জন গুরুতর আহত হয়। নিহত যুবক ককসবাজার সদরের চৌফলদন্ডী এলাকার অং ছ চেং এর ছেলে।
নিহত অংসাইন পেশায় স্বর্ণকার ও দুই সন্তানের জনক বলে জানা গেছে। অংসাইন টেকনাফ উপরের বাজারে মং মং স্বর্ণকারের কর্মচারী ছিল। ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে সন্ধায় পরিবারের নিকট হস্তান্তর করেছে।