• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

জঙ্গি সংগঠনগুলোকে মদদ দিচ্ছে বিএনপি-জামায়াত: আইনমন্ত্রী

ডেক্স নিউজ / ১৫৯ ভিউ টাইম
আপডেট : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

দেশের জনগণকে সাবধানে থাকার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জঙ্গি সংগঠনগুলোকে বিএনপি-জামায়াত মদদ দিয়ে যাচ্ছে। শনিবার (২ ফেব্রুয়িারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ সেতু উদ্বোধন শেষে এ কথা বলেন আইনমন্ত্রী।

মন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতারা হত্যা করে রাজনীতি করতেন। বাংলাদেশের মানুষ তাদেরকে চিনতে পেরেছে। এখন আর তারা হত্যার খেলা খেলতে পারবে না। বাংলাদেশের মানুষই দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করবে।

বিএনপি-জামায়াতের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, তারা যদি সন্ত্রাস করতে চায় কিংবা দেশের অর্জন নষ্ট করতে চায় তাহলে আইনের মাধ্যমে কঠোরভাবে সেসব দমন করা হবে। কোনো সন্ত্রাস সহ্য করা হবে না। উন্নয়নের পথে হাঁটছে বাংলাদেশ তাই পেছনের দিকে যাওয়া যাবে না। যারা পিছিয়ে দেয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও বলেন মন্ত্রী।

দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ ৭ জানুয়ারি ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। এই জনপ্রতিনিধিরাই জনগণের সেবা করবে। এটিই আমাদের ম্যান্ডেট এবং সেই ম্যান্ডেট পূরণ হবে।


আরো বিভন্ন বিভাগের নিউজ