• মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

আধুনিক অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

বার্তা কক্ষ / ৯৯৪২ ভিউ টাইম
আপডেট : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে একটি বিদেশী অত্যাধুনিক পিস্তল সহ একজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে। রোববার ১৫ সেপ্টেম্বর দিবাগত রাত্রে তাকে আটক করা হয়। বিষয়টি উখিয়া থানার ওসি মোহাম্মদ আবুল মনসুর সিবিএন-কে নিশ্চিত করেছেন। ধৃত অস্ত্রধারী রোহিঙ্গার নাম ছব্বির আহমদ (২৫), পিতা-দীল মোহাম্মদ। তাঁকে বালুখালী ২ নম্বর ক্যাম্প থেকে রোববার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে অত্যাধুনিক পিস্তল গুলি সহ আটক করা হয়।
তার বিরদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে চালান দেয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে ওসি মোহাম্মদ আবুল মনসুর সিবিএন-কে জানান। তিনি আরো বলেন, ধৃত রোহিঙ্গা সন্ত্রাসী ছব্বির আহমদ এই অত্যাধুনিক অস্ত্র কোথায় পেল, কি কাজে ব্যবহার করা হবে, সে সংঘবদ্ধ সন্ত্রাসী দলের সদস্য কিনা ইত্যাদি জানার জন্য আদালতে রিমান্ড চাওয়া হবে।


আরো বিভন্ন বিভাগের নিউজ