• বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

ঈদগাঁও ইসলামপুর মাদক বিরধী ফূটবল টুর্ণামেন্ট-২৫

ভারুয়াখালী ফুটবল একাডেমিকে হারিয়ে সেমি ফাইনালে ঈদগাঁও ফুটবল ট্রেনিং সেন্টার

নিজস্ব প্রতিবেদক / ২৩৭ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

———————————————————————
ভারুয়াখালী ফুটবল একাডেমিকে হারিয়ে সেমি ফাইনালে ঈদগাঁও ফুটবল ট্রেনিং সেন্টার

ইসলামপুর মাদক বিরুধী ফুটবল টুর্ণামেন্টে ভারুয়াখালী ফুটবল একাডেমিকে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে ঈদগাঁও ফুটবল ট্রেনিং সেন্টার। বাশকাটা ক্রিড়া সংস্থার উদ্যোগে ২২ আগস্ট বিকালে মাদরাসা পাড়া মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এসময় হাড্ডাহাড্ডি লড়াই করে উভয় দল গোল শুন্য অবস্থায় খেলা শেষ হয়। পরে আয়োজক কমিটির পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী টাইব্রেকার অনুষ্ঠিত হলে ভারুয়াখালী ফুটবল একাডেমিকে দুই গোলে পরাজিত করেন ঈদগাঁও ফুটবল ট্রেনিং সেন্টার।

ঈদগাঁও ফুটবল ট্রেনিং সেন্টারের হয়ে খেলায় অংশগ্রহণ করেন জাহেদ, একরাম, রাশেদ, ইকবাল, মুবিন, মনু, ফাহিম, মেহরাজ, আরফাত প্রমুখ। কোচের দায়িত্ব পালন করেন দিদারুল ইসলাম।

এ বিষয়ে ঈদগাঁও ফুটবল ট্রেনিং সেন্টারের উপদেষ্টা মিছবাহ উদ্দিন বলেন, মানসিক ও শারিরীক সুস্থতার জন্যে খেলাধুলার বিকল্প নেই। ইসলামপুর মাদক বিরুধী ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করার জন্যে বাশকাটা ক্রিড়া সংস্থাকে ধন্যবাদ জানান তিনি। বিশেষ করে টুর্ণামেন্টে অংশ নিয়ে বিজয় ছিনিয়ে আনার জন্যে ঈদগাঁও ফুটবল ট্রেনিং সেন্টারের সকল খেলোয়াড়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে ঈদগাঁওতে ফুটবল খেলাকে বাঁচিয়ে রাখার জন্যে ঈদগাঁও ফুটবল ট্রেনিং সেন্টারের কার্যক্রমের প্রতি সমর্তন ও সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য- ভারুয়াখালী ফুটবল একাডেমির টিম ম্যানেজার ছিলেন মনছুর আলম, ঈদগাঁও ফুটবল ট্রেনিং সেন্টারের টিম ম্যানেজার সাংবাদিক মিছবাহ উদ্দিন।


আরো বিভন্ন বিভাগের নিউজ