• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন

সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে ঈদগাঁওতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন

ChannelCox.Com / ২৯ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

শেফাইল উদ্দিন, কক্সবাজার সদর ।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরকে হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কক্সবাজার সদরের ঈদগাঁওতে সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। সমাবেশে মুজাক্কিরের খুনিদের গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা। বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিকরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন। সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নেতৃবৃন্দ। মঙ্গলবার ( ২৩ ফেব্রুয়ারী ) সকাল ১১টায় ঈদগাঁও বাসষ্টেশনের মহাসড়কে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঈদগাঁও থানা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক এম, আবু হেনা সাগর ও ঈদগাঁও টিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান রাজুর যৌথ সঞ্চালনায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএমএসএফ ঈদগাঁও থানা শাখার সভাপতি শেফাইল উদ্দিন। এতে বক্তব্য রাখেন ঈদগাঁও প্রেসক্লাব অনলাইন সম্পাদক পরিষদের সভাপতি মোঃ রেজাউল করিম, প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর বাঙ্গালী, ইসলামাবাদ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবু তৈয়ব চৌধুরী, ঈদগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আবদুচ শুক্কুর, মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম, শফিউল আলম আজাদ, ঈদগাঁও সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তৈয়ব জালাল, দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক, জি-কক্স টিভির প্রকাশক ওসমান গনি ইলি, ঈদগাঁও টিভির চেয়ারম্যান মাহমুদুল করিম মাহমুদ, ঈদগাঁও অনলাইন নিউজ পোর্টাল মালিক ও সম্পাদক পরিষদের সহ-সাধারণ সম্পাদক সায়মন সরওয়ার কায়়েম, ঈদগাঁও প্রেসক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক বজলুর রহমান,
ঈদগাঁও রিপোর্টারস সোসাইটির সভাপতি মফিজুল ইসলাম মফি, ঈদগাঁও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোজাম্মেল হক, প্রেসক্লাবের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাছির উদ্দীন পিন্টু, প্রেসক্লাবের মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, ঈদগাঁও টিভির প্রতিনিধি নুরুল আজিম মিন্টু সহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী নুরুল হুদা, ডাঃ ওসমান গনি, ছৈয়দ আকবর, ঈদগাঁও প্রেসক্লাবের সদস্য গিয়াস উদ্দিন, সংবাদকর্মী রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন ।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষকালে অস্ত্র ব্যবহারের ভিডিওধারণ করছিলেন সাংবাদিক মুজাক্কির। এতে একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে তাকে গুলি করে । তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ২১ ফেব্রুয়ারি রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।


আরো বিভন্ন বিভাগের নিউজ