• বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১০:২২ অপরাহ্ন

গাজামুখী মানবিক বহরে আলোকচিত্রী শহিদুল আলমও

বার্তা কক্ষ / ৩১ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

ইস’রাইলি সব হু’মকি-ধমকী উপেক্ষা করে সমুদ্রপথে গাজার দিকে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের সর্ববৃহৎ নৌ বহর-দ্য গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ইতোমধ্যে এই নৌ বহরটি ঢুকে পড়েছে উচ্চ ঝুঁ’কিপূর্ণ এলাকায়। ফলে বেড়েই চলেছে উ’ত্তেজনা। এই নৌ বহরে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলমও।

বুধবার (১ অক্টোবর) দুপুরে গাজার প্রায় ১০০ নটিক্যাল মাইলের কাছাকাছি পৌঁছে যায় নৌ বহরটি। পৌঁছেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সেই নৌ বহর থেকে বাংলাদেশের পতাকা হাতে ও শহীদ আবু সাঈদের ছবি সম্বলিত টিশার্ট পরিহিত ছবি প্রকাশ করেন শহিদুল আলম।

৪৫টি নৌযানের এই বহরে বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম ছাড়াও বিশ্ব বিখ্যাত পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, ইউরোপীয়ান পার্লামেন্টারিয়ান রিমা হাসান ও এমা ফোরেউসহ বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবীসহ অন্তত চারশ’ সাতানব্বই জন রয়েছেন। নৌ বহরটি গাজায় ভিড়তে না দেয়ার হুঁ’শিয়ারী দিয়ে ইস’রাইলের সেনাবাহিনী জানিয়েছে, অ’ভিযানের জন্য প্রস্তুতি নিয়েছে তাদের কমান্ডোরা। ইতোমধ্যে এই নৌবহরের যাত্রাপথে ড্রোন হা’মলাও চালিয়েছে ই’সরাইলি বাহিনী।

অপরদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নিরাপত্তায় একাধিক ড্রোন দিয়ে নজরদারি অব্যাহত রেখেছে তুরস্ক। জরুরি খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিয়েছে দেশটির রেডক্রিসেন্ট। বহরে থাকা মালয়েশিয়ার ৩৪ জনের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলে উৎসাহ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমও।


আরো বিভন্ন বিভাগের নিউজ