সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক শাহীন মাহমুদ রাসেলকে ইয়াবা মামলায় ফাঁসানোর প্রতিবাদে এবং বহুবিধ অনিয়মের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক দিদারুল আলমকে প্রত্যাহারের দাবিতে কক্সবাজারের সাংবাদিক সমাজ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
সোমবার (১০ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত থেকে দিদারুল আলমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সাংবাদিক মুক্তাদিল জয়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) কক্সবাজারের সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবর রহমান, দৈনিক আজকের কক্সবাজার বার্তার সম্পাদক এম. ওসমান গণী, চ্যানেল ২৪ প্রতিনিধি আজিম নিহাদ, এটিএন বাংলার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল, সাংবাদিক একরাম উল হক, দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার রাসেল চৌধুরী, আরটিভির জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীন।
এছাড়া, মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি জাবেদ আবেদীন শাহিন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সায়ীদ আলমগীর, দৈনিক বাংলার প্রতিনিধি আশরাফ বিন ইউসুফ, নয়া দিগন্তের প্রতিনিধি আতিকুর রহমান মানিক, ছাত্রনেতা আলমগীর চৌধুরী, দৈনিক গণসংযোগের নির্বাহী সম্পাদক জাহেদ হোসেন, দৈনিক মেহেদীর নির্বাহী সম্পাদক মো. নাজিম উদ্দীন, টিটিএনের সহকারী সম্পাদক মোজাম্মেল হক, নিউজ ২৪ প্রতিনিধি ইরফান উল হাসান, যমুনা টিভির প্রতিনিধি এহসান আল কুতুবী, বাংলা টিভির প্রতিনিধি আমিনুল হক আমিন, এস এ টিভির প্রতিনিধি আহসান সুমন, আনন্দ টিভির প্রতিনিধি এস্তে ফারুক, নাগরিক টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম, গ্লোবাল টিভির প্রতিনিধি রহিদুল কবির, সময়ের আলো প্রতিনিধি আমিরুল ইসলাম রাশেদ, দৈনিক সকালের সময় প্রতিনিধি শাহেদ ফেরদৌস হিরু, দৈনিক সমুদ্র কণ্ঠের চিফ রিপোর্টার মহী উদ্দীন মাহী, দৈনিক খবরের কাগজের প্রতিনিধি মুহিব উল্লাহ মুহিব, প্যানোয়া নিউজের চিফ রিপোর্টার এম.এইচ. আরমান, ঢাকা পোস্টের প্রতিনিধি সাঈদুল ফরহাদ, দৈনিক মেহেদীর নির্বাহী সম্পাদক মো: নাজিম উদ্দিন, দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো: মনছুর আলম মুন্না, এবং দৈনিক মেহেদীর নিজস্ব প্রতিবেদক সাখাওয়াত হোসাইন, দৈনিক পূর্বকোণ প্রতিনিধি এরফান হোছাইন, বাংলাদেশ প্রতিদিন (ডিজিটাল) প্রতিনিধি, কালের কণ্ঠ (ডিজিটাল) প্রতিনিধি মিশু গুপ্ত, নিউজ নাউ প্রতিনিধি সাজন বড়ুয়া সাজু, দৈনিক কক্সবাজার প্রতিনিধি তাজুল ইসলাম পলাশ, ই-টেন টেলিভিশন প্রাইমের ব্যুরো চিফ আব্দু রাজ্জাক সহ আরো অনেকে।
এসময় বক্তারা দিদারুল আলমের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং বলেন, সাংবাদিকদের ভয় দেখিয়ে সত্য প্রকাশ বন্ধ করা যাবে না।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে মিথ্যা মামলায় জড়ানোর কৌশল নতুন কিছু নয়। কিন্তু সত্য প্রকাশে সাংবাদিকরা আপসহীন থাকবে। তারা প্রশাসনের কাছে দিদারুল আলমকে দ্রুত প্রত্যাহার এবং সাংবাদিক শাহীন মাহমুদ রাসেলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের কলম সততা ও নিরপেক্ষতার পক্ষে চলে। তাই কোনো প্রভাবশালী ব্যক্তি বা প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তা সত্যকে ধামাচাপা দিতে পারবে না।
সাংবাদিক নেতারা ঘোষণা দেন, যদি দিদারুল আলমের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। একই সঙ্গে সাংবাদিক শাহীন মাহমুদ রাসেলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করার আহ্বান জানান।
এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে সাংবাদিক সমাজ দিদারুল আলমের অপসারণ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে মানববন্ধন সমাপ্ত করেন।