• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন

ঈদগড় – বাইশারী রোডে সড়ক দূর্ঘটনা  আহত -২

নিউজ রুম / ১৭৮ ভিউ টাইম
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২০

মুহাম্মদ ইউসুফ, ঈদগড়:

রামুর ঈদগড়-বাইশারী সড়কের পানিষ্যাঘোনা নামক স্থানে টমটম(অটোরিক্সা) মটর সাইকেল মুখোমুখি সংঘংসে আহত ২, এক জনের অবস্থা আংশকা জনক চট্রগ্রামে রেফার করা হয়েছে,আশংকা জনক ব্যক্তি বাইশারী লম্বাবিল এলাকার মটরসাইকেল চালক জসিম বলে যানা যায়।

আজ দুপুর ১২টার দিকে ঈদগড় থেকে বাইশারী অভিমুখে পানিষ্যাঘোনা স্থানে একটি টমটম গাড়িকে অভারটেক করতে গিয়ে আরেকটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানা যায়,আহত ব্যক্তি সিরাজ ডাঃ সাজ্জাদ এর কাছে চিকিৎসা করে বাড়ি ফিরলেও মটরসাইকেল চালক জসিমের অবস্থা আশংকা জনক বলে যানা যায়।


আরো বিভন্ন বিভাগের নিউজ