• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন

মুজিব বর্ষ উপলক্ষে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি | ChannelCox.com

নিউজ রুম / ২৬ ভিউ টাইম
আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২০

সালাহ্ উদ্দিন জাসেদ:

“মুজিবর্ষের আহবান, ৩ টি করে গাছ লাগান” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেছে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ।

অদ্য (২৮শে জুন) কক্সবাজার সরকারি কলেজ এলাকা ও ক্যাম্পাসে গাছের চারা লাগিয়ে এই কার্যক্রম চালু হয়। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে বাংলাদেশকে প্রাকৃতিক দূর্যোগ থেকে পরিত্রাণের জন্য মুজিব শতবর্ষে বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত তিন মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আজ বিকালে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে কলা ভবনের আশেপাশে বৃক্ষরোপন কর্মসূচী উদ্ধোধন করেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একে এম ফজলুল করিম চৌধুরী, উপাধ্যক্ষ প্রফেসর পার্থ সারথি সৌম।

এই সময় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন জানান, জাতির ক্রান্তিলগ্নে সবসময় মানুষের পাশে থাকা পরিবেশ ও প্রকৃতি রক্ষার দৃপ্ত শপথ হওক মুজিব বর্ষের অঙ্গীকার। তারই প্রেক্ষিতে
মুজিব বর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি ও নির্দেশনা মোতাবেক কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি।

কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন জাসেদ জানান, ‘মুজিববর্ষ ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। এছাড়া জীবনধারণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা হল অক্সিজেন, যা আমাদের যোগান দেয় উদ্ভিদ। তাই জীবনের জন্য ও পরিবেশের জন্য উদ্ভিদকুলকে বাঁচিয়ে রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই

কক্সবাজার জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মঈন উদ্দিন জানান, প্রাণীকূল বেঁচে থাকার জন্য বৃক্ষ খুবই গুরুত্বপূর্ণ। বৃক্ষ মূলত পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। বন্যা, খরা, ঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস, ওজনস্তর ক্ষয়, ভূমিক্ষয়, জলবায়ু পরিবর্তন, শব্দদূষণ, মাটিদূষণ, পানিদূষণ, বায়ুদূষণ প্রতিরোধ করে। এক কথায় প্রকৃতির অমূল্য ও প্রধান সম্পদ হচ্ছে বৃক্ষ। পৃথিবীকে বসবাসের উপযোগী করতে ও প্রাকৃতিক বিপর্যয়ের করাল গ্রাস থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে, উঁচু-নিচু পতিত জমি, রাস্তার পাশে, নদীর পাড়ে গাছ লাগানো অতীব গুরুত্বপূর্ণ

এসময় আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ হোসাইন সিকদার, আব্দুল্লাহ্, রুবেল, রাজ্জাক, শফিকুর রহমান, মিসবাহ্ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম সাকিব, প্রচার সম্পাদক সাহেদুর রহমান, ছাত্রলীগ নেতা আমিন, ইসমাইল, আরমান সহ প্রমুখ।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ