• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন

নকল মাস্ক কাণ্ড : রিমান্ড শেষে কারাগারে অপরাজিতার শারমিন | ChannelCox.com

নিউজ রুম / ২৬ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

চ্যানেল কক্স ডটকম ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনা ইউনিটে নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহের অভিযোগে অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানকে রিমান্ড শেষে কারগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

গত ২৫ জুলাই শারমিনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে তাকে মঙ্গলবার আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক শাহ আক্তারুজ্জামান ইলিয়াস।

অপরদিকে আসামিপক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে রাখার আদেশ দেন আদালত।

গত ২৪ জুলাই রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগ থেকে শারমিনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর শারমিন জাহানকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে।

ছাত্রলীগের সাবেক এই নেত্রীর বিরুদ্ধে ২৩ জুলাই রাতে বিএসএমএমইউয়ের প্রক্টর বাদী হয়ে শাহবাগ থানায় প্রতারণার মামলা করেন।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ