• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন

বান্দরবানের সাথে রুমা ও থানছি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

নিউজ রুম / ১৩০ ভিউ টাইম
আপডেট : সোমবার, ৮ জুলাই, ২০১৯

মোঃ নাজমুল হুদা, নিজস্ব প্রতিবেদকঃ টানা কয়েকদিনের ভারী বর্ষনের ফলে বান্দরবান ৯ মাইল নামক স্থানে পাহাড় ধ্বসের কারনে (৮ জুলাই,১৯ ইং) সকাল থেকেই রুমা ও থানছি উপজেলার সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া টানা কয়েকদিনের বৃষ্টির কারনে বান্দরবান টাংকি পাহাড় নামক স্থান একটি ঘর ধ্বসে পড়ার খবর পাওয়া গেছে। সাঙ্গু নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, বান্দরবান বেশকিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ইতোমধ্যে জেলার সাতটি উপজেলায় ১২৬টি সরকারী বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষনা করেছে জেলা প্রশাসন।ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রশাসন তৎপর রয়েছে। জেলা প্রশাসনের ত্রাণ শাখায় খোলা হয়েছে মনিটরিং সেল। সেটি ২৪ ঘন্টা খোলা থাকবে বলে জানিয়েছেন, বান্দরবান জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম বলেন, ইতোমধ্যে ঝুঁকিপূর্ণদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে জেলা সদরসহ সাত উপজেলায় মাইকিং ও অভিযান অব্যাহত রয়েছে


আরো বিভন্ন বিভাগের নিউজ