• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন

ধলঘাটা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন | ChannelCox.com

নিউজ রুম / ৫১ ভিউ টাইম
আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাট ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রথম অধিবেশন ধলঘাটা ইউনিয়নের আহবায়ক মোঃ সরওয়ার কামালের সভাপতিত্বে, যুগ্ন-আহবায়ক আজিজুল হকের পরিচালনায় অনুষ্টিত হয়। ১০ অক্টোবর শনিবার বিকাল ৫ টার সময় ধলঘাটা সুতুরিয়া বাজার প্রাঙ্গনে এক উৎসবমূখর পরিবেশে উক্ত সম্মোলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

এতে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা কৃষকলীগের সভাপতি অধ্যক্ষ ছরওয়ার কামাল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা কৃষক লীগের সহ-সভাপতি এড.মোস্তাক আহমদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু ছালেহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেছেন, ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান এমএ, মহেশখালী উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি একরামুল হক চৌঃ, রফিকুল ইসলাম, যুগ্ন-সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে গিয়াস উদ্দিন, ফরিদুল আলম, মোঃ আলতাজ, পৌর কৃষকলীগের সভাপতি শামশুল আলম, সাধারন সম্পাদক আব্দুল মালেক, মাতারবাড়ী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এমরানুল হক পুতু, হোয়ানক ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ফরিদুল আলম, শাপলাপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোক্তার আহমদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোছাইন, ধলঘাট ইউনিয়ন আওয়ামীলীগের আব্দুল আজিজ, কাসেম হীরু, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আনোয়ার পারভেজ, সাধারন সম্পাদক তুফাইল আহমদ, মাতারবাড়ী ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি মীর কাসেম, আব্দু রহমান, বাচেম উদ্দিন বাচ্চু, যুগ্ন-সম্পাদক নিশাদ প্রমুখ।

এছাড়া উক্ত অনুষ্টানে ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক, উপজেলা কৃষকলীগ, ইউনিয়ন কৃষকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্ধ, ওয়ার্ড কৃষকলীগের সভাপতি/সম্পাদক সহ কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রথম অধিবেশন শেষে ২য় অধিবেশন কাউন্সিলে উপজেলা কৃষকলীগের সভাপতি অধ্যক্ষ ছরওয়ার কামালের সভাপতিত্বে, সাধারন সম্পাদক মোঃ আবু ছালেহ’র পরিচালনায় উপজেলা কৃষকলীগ ও কাউন্সিলরদের সর্ব সম্মতিক্রমে সভাপতি হিসেবে মোঃ সরওয়ার কামাল, সহ-সভাপতি হিসেবে যথাক্রমে মোঃ সাদেক উল্লাহ, ধীরেন্দ্র কুমারশীল, নাজেম উদ্দিন, সেকুল সিকদার, মোঃ জিয়াবুল, সাধারন সম্পাদক হিসেবে মোঃ আজিজুল হক, যুগ্ন-সাধারণ সম্পাদক যথাক্রমে দলিলুর রহমান, নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ কাইছার আলম, আব্দুল গফ্ফার, অর্থ সম্পাদক মোঃ মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ শাহজান, সমবায় বিষয়ক সম্পাদক দলিলুর রহমানকে নির্বাচিত করে আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয় যা আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনপূর্বক উপজেলা বরাবর জমাদানের অনুরোধ করা হয়।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ