• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ন

টেকনাফে ২ কোটি টাকা ব্যয়ে ৮টি নতুন ব্রীজ নির্মাণ হচ্ছে

নিউজ রুম / ১১৬ ভিউ টাইম
আপডেট : বুধবার, ২৪ জুলাই, ২০১৯

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ
টেকনাফ উপজেলার ৫টি ইউনিয়নে ৮টি নতুন ব্রীজ নির্মাণে সরকার ২ কোটি ২ লক্ষ ৭২ হাজার ৭১৬ টাকা বরাদ্দ দিয়েছে। ঠিকাদারগণের ৫% নিম্ম দরে তা ১ কোটি ৯২ লক্ষ ৫৯ হাজার ৮০ টাকা ২০ পয়সায় চুড়ান্ত করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই কার্যাদেশ দেয়া হবে। ‘গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য সেতু/কালভার্ট নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় চলতি অর্থবছরে বাস্তবায়নের জন্য উক্ত টাকা বরাদ্দ দিয়েছে। ব্রীজগুলোর মধ্যে রয়েছে হোয়াইক্যং ইউনিয়নে ৩টি, হ্নীলা ইউনিয়নে ১টি, টেকনাফ সদর ইউনিয়নে ১টি, সাবরাং ইউনিয়নে ১টি, বাহারছড়া ইউনিয়নে ২টি। ব্রীজগুলো যথাযথভাবে নির্মিত হলে সংশ্লিষ্ট এলাকায় যাতায়তের ক্ষেত্রে সর্বসাধারণের ভোগান্তি লাঘব হবে। স্থানীয় এমপির আন্তরিক প্রচেষ্টায় এ বরাদ্দ পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
ব্রীজগুলো হচ্ছে হোয়াইক্যং ইউনিয়নের ঘোনাপাড়া থেকে পুরাতন নয়াবাজার জামে মসজিদগামী রাস্তায় সাঙ্গিরী খালের উপর ৩৬ ফুট দৈর্ঘ্য ১৮ ফুট উচ্চতা আরসিসি সেতু নির্মাণ, বরাদ্দ ২৯ লক্ষ ১৭ হাজার ৪০০ টাকা ৬০ পয়সা, ঠিকাদারী প্রতিষ্টান ঝিমংখালীর মেসার্স আল্লাহর দান টু স্টার এন্টারপ্রাইজ, কাজ বাস্তবায়নের সময়কাল ৭৫ দিন। আমতলী ফরেস্ট অফিস সংলগ্ন হোয়াইক্যং খালের উপর ৩৬ ফুট দৈর্ঘ্য ১৮ ফুট উচ্চতা আরসিসি সেতু নির্মাণ, বরাদ্দ ২৯ লক্ষ ১৭ হাজার ৪০০ টাকা ৬০ পয়সা, ঠিকাদারী প্রতিষ্টান টেকনাফের মেসার্স জিয়া এন্টারপ্রাইজ, কাজ বাস্তবায়নের সময়কাল ৭৫ দিন। রইক্ষ্যং উত্তরপাড়া মৌলভী নজুম উদ্দিনের বাড়ির নিকট রইক্ষ্যং খালের উপর ৩৬ ফুট দৈর্ঘ্য ১৬ ফুট উচ্চতা আরসিসি সেতু নির্মাণ, বরাদ্দ ২৯ লক্ষ ১৭ হাজার ৪০০ টাকা ৬০ পয়সা, ঠিকাদারী প্রতিষ্টান কক্সবাজারের মেসার্স লেমন এন্ড ব্রাদার্স, কাজ বাস্তবায়নের সময়কাল ৭৫ দিন।
বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শীলখালী চাকমাপাড়া শফি উল্লাহর বাড়ির পাশে ২৪ ফুট দৈর্ঘ্য ১৪ ফুট উচ্চতা আরসিসি সেতু নির্মাণ, বরাদ্দ ১৮ লক্ষ ৭৮ হাজার ৫৯ টাকা ৭৫ পয়সা, ঠিকাদারী প্রতিষ্টান টেকনাফ অলিয়াবাদের একুশে ট্রেড সলিউশন এন্ড কন্সট্রাকশন, কাজ বাস্তবায়নের সময়কাল ৬০ দিন। জাহাজপুরা পুরাতন বাজার উত্তরপাড়া ডাঃ রফিকুল ইসলামের বাড়ির নিকট বওনিরছড়া খালের উপর ৩২ ফুট দৈর্ঘ্য ১৬ ফুট উচ্চতা আরসিসি সেতু নির্মাণ, বরাদ্দ ২৪ লক্ষ ৪৮ হাজার ৭৬৬ টাকা ৫৫ পয়সা, ঠিকাদারী প্রতিষ্টান কক্সবাজারের মেসার্স জিনিয়া কন্সট্রাকশন, কাজ বাস্তবায়নের সময়কাল ৭৫ দিন।
হ্নীলা ইউনিয়নের উলুচামরী পাকা রাস্তা বৌদ্ধ মন্দিরের নিকট কোনাপাড়াগামী রাস্তায় সেলিমের জমির নিকট খালের উপর ৩৬ ফুট দৈর্ঘ্য ১৮ ফুট উচ্চতা আরসিসি সেতু নির্মাণ, বরাদ্দ ২৯ লক্ষ ১৭ হাজার ৪০০ টাকা ৬০ পয়সা, ঠিকাদারী প্রতিষ্টান টেকনাফের মেসার্স জিয়া এন্টারপ্রাইজ, কাজ বাস্তবায়নের সময়কাল ৭৫ দিন।
সাবরাং ইউনিয়নের আচারবনিয়া মাস্টার হোছনের বাড়ির পশ্চিম পাশের্^ ২০ ফুট দৈর্ঘ্য ১৪ ফুট উচ্চতা আরসিসি সেতু নির্মাণ, বরাদ্দ ১৬ লক্ষ ৩১ হাজার ৩২৫ টাকা ৭৫ পয়সা, ঠিকাদারী প্রতিষ্টান কক্সবাজারের মেসার্স বি বড়–য়া এন্ড সন্স, কাজ বাস্তবায়নের সময়কাল ৬০ দিন।
টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল বায়তুল মামুর জামে মসজিদের সামনে ২০ ফুট দৈর্ঘ্য ১৪ ফুট উচ্চতা আরসিসি সেতু নির্মাণ, বরাদ্দ ১৬ লক্ষ ৩১ হাজার ৩২৫ টাকা ৭৫ পয়সা, ঠিকাদারী প্রতিষ্টান কক্সবাজারের মেসার্স আশ্রফিয়া এন্টারপ্রাইজ, কাজ বাস্তবায়নের সময়কাল ৬০ দিন। ##


আরো বিভন্ন বিভাগের নিউজ