• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন

কোতোয়ালী ও বাকলিয়া থানা মৎসজীবী লীগের যৌথ উদ্যোগে জেল হত্যা দিবস পালিত | ChannelCox.com

নিউজ রুম / ২৩ ভিউ টাইম
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২০

কাইছার সিকদার:

মঙ্গলবার (৩ নভেম্বর) জেল হত্যা দিবস উপলক্ষে কোতোয়ালী থানা ও বাকলিয়া থানার যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে৷

নতুন ফিসারীঘাট মৎস্য বাজার এ বাকলিয়া থানা সভাপতি সেলিম উদ্দিন সাকুর সভাপতিত্বে এবং কোতোয়ালী থানা যুগ্ম-আহ্বায়ক সাইফুউদ্দীন রাসেলের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নব নির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক এম.এ.গফ্ফার কুতুবী, চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক আলহাজ্ব আমিনুল হক বাবুল সরকার, দক্ষিণ জেলা তাতীলীগের আহ্বায়ক মো: দিদারুল আলম দিদার, চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী সদস্য সচিব এম.এ মোতালেব তালুকদার, যুগ্ম-আহ্বায়ক হাজী সেলিম রহমান, আনিসুর রহমান আনিস, নগর সদস্য মাযহারুল হক চৌধুরী মিরু, কাউছার জামান, সামসুল আলম, মো: সেলিম উল্লাহ, টুটুল ভট্টাচার্য, আবুল বাশার, মহিউদ্দিন, তারেক, মো ইয়াছিন সহ মহানগর নেতৃবৃন্দ এবং বাকলিয়া কোতোয়ালি থানার সর্বস্তরের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

বক্তারা ১৯৭৫ সালের ৩রা নভেম্বর কারাগারের ভেতর জাতীয় চার নেতা তাজউদ্দীন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে যেভাবে খুন করা হয় তা তুলে ধরেন এবং জাতীয় ৪ নেতার আত্মার মাগফেরাত কামনা করেন৷ জেল হত্যা দিবসের এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে মৎস্যজীবী লীগের কার্যক্রম আরো গতিশীল করে জন নেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার আহ্বান জানান তাঁরা৷

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ