• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন

খুটাখালীতে গুলিবিদ্ধ মৃত হাতি নিয়ে বনবিভাগের লুকোচুরি!

সেলিম উদ্দীন / ৩০ ভিউ টাইম
আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

কক্সবাজারের উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বিটের কালাপাড়া এলাকা থেকে গুলিবিদ্ধ মৃত বন্য হাতিটি উদ্ধার নিয়ে নানা নাটকীয়তা শুরু করে বনকর্মীরা।

গত বুধবার হাতিটির গুলিবিদ্ধ মৃত দেহ কে বা কারা মাটিতে ফুতে ফেলার পর নড়েবড়ে বসে স্থানীয় বনবিভাগ।

জানা গেছে, চকরিয়া উপজেলার খুটাখালী বনবিটের ভিতরে প্রতিদিন হাতির পাল দেখা যায়।
এ হাতির পালের প্রতি লোভে পড়ে একটি চক্র বনের ভিতরে গিয়ে একটি হাতিকে গুলি করে হত্যা করে।

পরে মৃত হাতিটিকে রাতের আন্ধকারে মাটিতে ফুতে ফেলা হয়।

খবর পেয়ে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার সকালে বনকর্মীদের সাথে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং হাতি মৃত্যুর বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক বন কর্মী হাতি মারা যাওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, রবিবার সকালে বনবিভাগের কর্মীরা খবর পেয়ে মৃত বন্য হাতির দেহ উদ্ধারের চেষ্টা চালায়। তবে কি কারনে হাতির মৃত্যু হয়েছে তা ময়না তদন্ত শেষে বলা যাবে।

স্থানীয় এলাকাবাসী জানান, হাতির শরীরের বিভিন্ন স্থানে গুলির দাগ রয়েছে।

অপরদিকে বন্য হাতি শিকারীরা হাতির দাঁত সংগ্রহের জন্য সংঘবদ্ধ চোরের দল হাতিকে গুলি করতে পারে।

এলাকাবাসীর আশংকা হাতিটিকে চোরের দল গুলি করে আহত করার কারণে মৃত্যু হয়েছে।
পরে হাতিটিকে মাটি চাপা দিয়ে পুতে ফেলা হয়েছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ