প্রেস বিজ্ঞপ্তিঃ
কুষ্টিয়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে নগ্ন হামলার প্রতিবাদে ৬ ডিসেম্বর (রবিবার) কক্সবাজার জেলা ছাত্রলীগের আগাম বার্তায় আজ বিকালে কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সংগঠনটি।
বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেইটে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম, সহ -সভাপতি সাবেক জেলা ছাত্রলীগের সদস্য এইচ এম সাজ্জাদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক জেলা ছাত্রলীগের সদস্য সুজন সিকদার, অহিদুল হাসান হান্নান, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদ মোশারফ রনি, মাঈনুদ্দিন হাসেম, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ তারেক আজিজ, তসরিফুল হোছাইন পিউলি, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন, আবু ইউছুপ বাবলা, সহ সম্পাদক মোঃ মিজান, উপ আইন বিষয়ক সম্পাদক মুরিদুল আলম মামুন, উপজেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন বাপ্পি, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদের তুষার, ছাত্রলীগ নেতা রায়হান, মামুন, রাশেদ, রিপন, বাবু চৌধুরী, মেহেদী হাসান মিটু সহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদক, ওয়ার্ড এবং বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতা-কর্মীরা।