• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন

কুতুবদিয়ায় ছাত্রলীগ নেতা জুয়েলের নেতৃত্বে শিক্ষা সামগ্রী বিতরণ

Md. Nazim Uddin / ৩৭ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

কুতুবদিয়া প্রতিনিধি:

দক্ষিণ এশিয়ার সর্ব বৃহৎ রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব ও ঐতিহ্যের ৭৩ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মারুফ আদনানের পক্ষ থেকে ছাত্রনেতা শরিফ নেওয়াজ জুয়েলের নেতৃত্বে কুতুবদিয়ায় বিভিন্ন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে৷ ৫(ডিসেম্বর) মঙ্গলবার বিকেলে স্থানীয় জামেউল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে এই শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়৷ ছাত্রনেতা মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় শরিফ নেওয়াজ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি মিজবাহ উদ্দিন৷

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক কাইছার সিকদার, সাবেক ছাত্রনেতা ছৈয়দ মোজাম্মেল হক, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এসএম মোদাচ্ছের সহ কৃষকলীগ, ছাত্রলীগ নেতাকর্মী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ৷

অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশ ছাত্রলীগের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য রয়েছে৷ শিক্ষা, শান্তি ও প্রগতি এই মূলমন্ত্র সামনে রেখে ছাত্রলীগের এগিয়ে যাওয়া উচিৎ৷ কোমলমতি শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে জাতীর ভবিষ্যৎ কর্ণধারদের শিক্ষা জীবনের প্রথম স্থরে বিশেষ ভূমিকা রাখা সম্ভব, এটা তাদের শিক্ষার জন্য অনুপ্রেরণা যোগাবে৷ একমাত্র জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলেই প্রতিবছরের প্রথম দিনেই সকল শিশুদের হাতে নতুল বই তুলে দেওয়া সম্ভব হয়েছে এবং এই ধারা অব্যাহত থাকবে৷ ছাত্রলীগের চিন্তা চেতনা ও রাজনৈতিক চর্চা এমনি হওয়া দরকার, আজকের এই শিক্ষা সামগ্রী বিতরণ ছাত্রলীগের ঐতিহ্য ও ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে এবং কুতুবদিয়ায় দৃষ্টান্ত স্থাপন করবে৷


আরো বিভন্ন বিভাগের নিউজ