• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন

বিএমএসএফ শরীয়তপুর জেলা সম্পাদক সন্ত্রাসী হামলায় আহত: দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নিউজ রুম / ১৬৭ ভিউ টাইম
আপডেট : সোমবার, ২৯ জুলাই, ২০১৯

 

ঢাকা ২৯ জুলাই ২০১৯: শরীয়তপু‌রে সিএন‌জি শো-রু‌মের উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিত চিত্র ধারণ করায় বাস শ্র‌মিক‌দের হামলার শিকার হয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এবং বেসরকারী টেলিভিশন চ্যানেল ডি‌বি‌সি নিউজের জেলা প্র‌তি‌নি‌ধি বি এম ইশ্রাফিল। এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট এবং সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর তীব্র নিন্দা ও প্র‌তিবাদ জানিয়েছেন এবং যারা এ হামলা ক‌রে‌ছে তা‌দেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শা‌স্তি দাবী করেছেন।

২৯ জুলাই সোমবার দুপুর ১২টার সময় শরীয়তপুর পুলিশ বক্সের সামনে তিনি এ হামলার শিকার হন। তাকে গুরুতর আহত অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু সোমবার দুপুর ১২টার সময় শরীয়তপুর পুলিশ বক্সের সামনে অবস্থিত রূবেল খানের সিএন‌জি শো-রু‌মের উদ্বোধন করেন। এ সময় ডি‌বি‌সি নিউজের জেলা প্র‌তি‌নি‌ধি বি এম ইশ্রাফিল সেই উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও চিত্র ধারণ করছিলেন। তখন কতিপয় বাস শ্রমিক ইউনিয়নের সদস্য তার উপর অতর্কিত হামলা চালায় এবং তার ক্যামেরা ভাংচুর করে। এতে বি এম ইশ্রাফিলসহ বেশ কয়েক জন সাংবাদিক গুরুতর আহত হন।

এ ব্যাপারে বি.এম ইশ্রাফিলের সাথে আলাপ কালে তিনি বলেন, আজ রূবেল খানের সিএনজি’র শো রুমের উদ্বোধন হওয়ার কথা ছিলো। আমি সেখানে ভিডিও চিত্র ধারণ করছিলাম। তখন কতিপয় বাস শ্রমিক ইউনিয়নের সদস্য সেখানে অতর্কিত হামলা চালায় এবং আমার ক্যামেরাসহ বেশ কিছু সিএনজি ভাংচুর করে। আমিসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।


আরো বিভন্ন বিভাগের নিউজ