• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবসে YES Bangladesh এর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ রুম / ২৬ ভিউ টাইম
আপডেট : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইয়ুথ ইনলাইটেনমেন্ট সোসাইটি বাংলাদেশের ( YES Bangladesh) উদ্যোগে সকালে কক্সবাজার সদরের বিভিন্ন গ্রামের শিশুদের নিয়ে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার তিনটি গ্রুপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিশু অংশগ্রহণ করে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনায় অংশ YASID এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কায়সার হামিদ বলেন, ভাষার জন্য যে লড়াই বাংলাদেশে হয়েছিল, সেটি এখন আর শুধু বাংলাদেশের বিষয় নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত একটি বিষয় এবং শিশুদের গুনগত শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।

মাতৃভাষা দিবস উপলক্ষে ক্লাবের চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রশংসা Independent Film maker Elizabeth D. Costa বলেন, ‘সবার উচিত নিজ নিজ ভাষার চর্চা করা এবং নতুন প্রজন্মের কাছে নিজস্ব ভাষা ও সংস্কৃতির বিষয়টি তুলে ধরা।’ তিনি বায়ান্নর ভাষা আন্দোলনে বাঙালিদের আত্মত্যাগের বিষয়টি শ্রদ্ধাভরে স্মরণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন YES Bangladesh এর প্রজেক্ট ম্যানেজার শাহ নিবরাজ,
শিশুদের চিত্রাঙ্কন প্রশিক্ষক আরকানুল ইসলাম রিয়ান,
মোঃ আরিফ,
সৈয়দ হোছাইন।

ইয়েস বাংলাদেশের প্রধান নির্বাহি তারেকুর রহমান জানান, প্রতিটি জাতীয় দিবসে আমরা এ আয়োজন করে থাকি। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ভাষা দিবস সবকিছুর বিষয়ে গ্রামঅঞ্চলের শিশুদের আমরা হাতে-কলমে ধারণা দেয়ার চেষ্টা করি।।


আরো বিভন্ন বিভাগের নিউজ