• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন

খালেদার স্বাস্থ্য পরীক্ষায় আরো সময় লাগতে পারে : ডা: জাহিদ

ডেস্ক নিউজ / ১৭ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা আগামী দুই থেকে তিন দিন চলবে বলে জানিয়েছেন তার চিকিৎসক টিমের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার বিকেলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ডা: জাহিদ মুঠোফোনে নয়া দিগন্তকে এ তথ্য জনান।
ডা: জাহিদ বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল আছে। তার স্বাস্থ্য পরীক্ষার জন্য আরো দু’তিন দিন সময় লাগতে পারে। এসময় তিনি আরো জানান, গত পরশু দিন থেকে খালেদা জিয়ার পুরনো ওষুধের সাথে নতুন কিছু ওষুধ যুক্ত করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত খালেদা জিয়াকে ভর্তি করা হয়। ১০ এপ্রিল করোনাভাইরাসের নমুনা জমা দেয়া হলে ১১ এপ্রিল তার ফলাফল পজিটিভ আসে। এরপর ২৫ এপ্রিল দ্বিতীয় দফায় নমুনা জমা দেয়ার পর আবারো ফল পজিটিভ আসে।

এর আগে ডা: জাহিদ গণমাধ্যমকে জানিয়েছেন, এভারকেয়ার হাসপাতালে নন-কোভিড জোনে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া।

তিনি আরো বলেছিলেন, আন্তর্জাতিক নিয়ম আছে দুই সপ্তাহ পর যদি করোনার কোনো সিমপটম না থাকে তবে করোনা টেস্ট করানোর কোনো প্রয়োজন নেই। ধরে নিতে হয় উনার কাছ থেকে করোনা ছড়ানোর আর সুযোগ নেই।


আরো বিভন্ন বিভাগের নিউজ