• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন

তরুণ আইনজীবী সাইফুল করিমের ইন্তেকালঃ জানাজায় শোকার্ত মানুষের ঢল

শাহিদ মোস্তফা শাহিদ / ১৭ ভিউ টাইম
আপডেট : রবিবার, ১৬ মে, ২০২১

কক্সবাজারের ঈদগাঁও ইসলামাবাদ পাঁহাশিয়া খালী এলাকার তরুণ আইনজীবী সাইফুল করিম চৌধুরী (৩৪) ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ — রাজিউন। ১৫ মে সাড়ে ৭ টায় তিনি হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে মা ভাই, বোন, সদ্য নিকাহ্ নামা করা স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গুণগ্রাহী রেখে যান। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সারাদিন সবার সাথে মিলেমিশে চলাফেরা করছিল, মৃত্যুর আগ মুহূর্তেও মায়ের সেবা যত্ন করে ঘুমাতে যান। এসময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অজ্ঞান হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তরুণ এই আইনজীবী ইসলামাবাদ ইউনিয়নের পাহাশিয়া খালী এলাকার বাসিন্দা ও কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি, তৎকালীন মুক্তি সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাষ্টার জাবের আহমদ চৌধুরী প্রকাশ জাবের মিয়ার তৃতীয় ছেলে। পরদিন রবিবার সকাল ১১ টায় পাহাশিয়া খালী কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে। এর আগে আগত মুসল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা করেন পাহাশিয়া খালী কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মৌলানা আব্বাস উদ্দিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হাফেজ মহি উদ্দীন মহিমের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিবেশী এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ শামশুল হুদা, স্থানীয় বাসিন্দা তরুণ সমাজ সেবক নাজিম উদ্দীন ও চাকুরীজীবি দিদারুল ইসলাম দিদার। পরিবারের পক্ষে বক্তব্য রাখেন
মরহুমের বড় ভাই চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিশিষ্ট আইনজীবী রেজাউল করিম চৌধুরী রেজু, মেজ ভাই কক্সবাজার ব্রাক ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সাজেুল করিম চৌধুরী সাজু প্রমুখ । জানাজায় ইমামতি করেন পাহাশিয়া খালী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ আলম। জানাজায় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুল আলম চৌধুরী, মরহুম সাইফুল করিম চৌধুরীর চাচা জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নাজিম উদ্দীন,আইনজীবী আবুল কালাম আজাদ, আইনজীবী আমিনুল হক আমিন, মরহুমের দুলা ভাই ডাক্তার শামশুল হুদা, চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফুর রহমান আজাদ লুতু, স্থানীয় ওয়ার্ড মেম্বার আবদু রাজ্জাক, আবু তৈয়ব চৌধুরীসহ শিক্ষক, আইনজীবী, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, ব্যাংকার, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,মরহুমের বন্ধু মহল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে এলাকার সহজ,সরল, মিশুক, শান্ত – শিষ্টে টগবগে তরুণ আইনজীবী সাইফুল করিম চৌধুরী অকাল প্রয়াণে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, সাইফুল করিম চৌধুরী ঢাকা কাস্টমসে কর আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ